West Bengal

1 week ago

Englishbazar Municipality: প্রাক বর্ষাতেই জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে ইংরেজবাজারে!

Englishbazar Municipality (File Picture)
Englishbazar Municipality (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মালদা জেলার ইংরেজবাজার পুর এলাকায় বর্ষাকালে জল যন্ত্রণার ছবি নতুন নয়। গত বর্ষাতেও শহরের একাধিক এলাকায় জল জমে যাওয়াই বিপাকে পড়েছিল সাধারণ মানুষ। জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে সমাধানের পথে পুরসভা। নির্বাচনী বিধির জন্য কিছু কাজ বন্ধ ছিল। পুরোদমে বর্ষার আগেই সেই কাজ মিটিয়ে ফেলতে তৎপর পুরসভা।

জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য কতটা তৎপর রয়েছে পুরসভা? তা নিয়ে প্রশ্ন তুলেছে পুর নাগরিকরা। বর্ষার প্রাক্কালে বিভিন্ন জায়গায় নর্দমা পরিষ্কারের কাজ শুরু হয়েছে ঠিকই। কিন্তু কেন আগে থেকে কাজ হল না তা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। শহরের রাস্তার ধারে বিভিন্ন হাইড্রেনে এখনো জমে রয়েছে আবর্জনা। হাইড্রেন দিয়ে হচ্ছে না জল নিকাশ। চাতরা বিল নিয়ে সমস্যা তো রয়েছেই। কারণ গত বছর বাইপাসে নিকাশি সমস্যা সমাধানের জন্য হাইড্রেন প্রকল্পের সূচনা হয়েছিল। সেই প্রকল্পের কাজ কতটা ফলপ্রসূ হয়েছে তা নিয়েও দ্বিধাগ্রস্ত পুর নাগরিকরা।

শহরবাসীর একাংশ বলছেন, নিকাশি ব্যবস্থা বেহাল। ড্রেনের সিস্টেম ভালো নেই। হাইড্রেনগুলি সেভাবে পরিষ্কার হচ্ছে না। ফলে কার্যত এবারও বর্ষায় জল যন্ত্রণায় থাকতে হবে গৃহবন্দী হয়ে থাকতে হতে পারে। কারণ বর্ষা এলেই সেই একই ছবি। মালঞ্চপল্লী, প্রান্তপল্লী, মেডিকেল চত্ত্বর, সানিপার্ক, সুভাষপল্লী, দেশবন্ধু পাড়া, রেল লাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দারা রীতিমত বর্ষার আগে আতঙ্কে থাকছেন। ডেঙ্গির প্রকোপ আরো সেই আতঙ্ক বাড়াচ্ছে।

তবে পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দাবী, ‘নির্বাচনী আচরণ বিধির কারণে কাজ দেরিতে শুরু হয়েছে। কিন্তু পুরসভা তৎপর রয়েছে। গত বছর জল যন্ত্রণা থেকে অনেকটা মুক্তি দিতে পেরেছিল পুরসভা। যেসব এলাকায় জল জমেছিল যুদ্ধকালীন তৎপরতায় সেইসব এলাকা থেকে জল নামানোর ব্যবস্থা করা হয়েছিল। আগের থেকে নিকাশির পরিস্থিতি অনেক ভালো।’ বাকি কাজ দ্রুত বর্ষার আগে সেরে ফেলতে চাইছে পুরসভা।

এদিকে বিরোধীদের অভিযোগ, নিকাশি সমস্যার স্থায়ী সমাধানের জন্য সঠিক পরিকল্পনার যথেষ্ট অভাব রয়েছে। সঙ্গে যতটা তৎপর হওয়ার প্রয়োজন পুরসভার সেই তৎপরতা নেই।যদিও পুর প্রশাসনের দাবি নির্বাচনী আচরণবিধির কারণে কাজ শুরু হতে কিছুটা দেরি হয়েছে। তবে শহরবাসীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে বদ্ধপরিকর রয়েছে পুরসভা। জল কোনোভাবেই জমতে দেওয়া হবে না। তার জন্য যা যা উদ্যোগ প্রয়োজন প্রত্যেক উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে, ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ির অভিযোগ, ‘বর্ষা তো প্রায় চলেই এলো। এখন নর্দমা পুরস্কার এর কাজ করলেও সেটা কি সঠিক সময়ে সমাপ্ত হবে। আর আমার মনে হয় সঠিক পরিকল্পনার অভাব থাকছে।’

You might also like!