Game

3 months ago

European Championship: ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ : ইউরোর শুরুটা জয় দিয়ে রাঙাল এমবাপে-গ্রিজমানরা

Kylian Mbappe
Kylian Mbappe

 

ডুসেলডর্ফ, ১৮ জুন : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শুরুটা জয়ে রাঙাল ফরাসিরা। ডুসেলডর্ফে সোমবার রাতে ম্যাক্সিমিলান ওবারের আত্মঘাতী গোলে জিতেছে দিদিয়ে দেশমের দল। জয় পেলেও উদ্বোধনী ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষের পর রক্তাক্ত নাক নিয়ে মাঠ ছেড়েছেন এমবাপে। ম্যাচের ৮৬ মিনিটে অস্ট্রিয়ার ডিফেন্ডার কেভিন ডানসোর সঙ্গে এরিয়াল ডুয়েলের সময় ধাক্কা লাগে ফ্রান্সের এই তারকা ফুটবলারের।

হাসপাতালে এক্স-রে করার পর জানা গেছে, নাক ভেঙে গেছে এমবাপের। অস্ত্রোপচার প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে এই পথে যাবে না ফ্রান্স। এই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে মুখোশ পরে মাঠে নামবেন বলে নিশ্চিত করেছে ফ্রান্স। তবে এমবাপ্পের এই ইনজুরিকে বড় ক্ষতি হল বলে মনে করছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। অস্ট্রিয়া গত দুই বছর দারুণ পারফরম্যান্স করছে। বাছাইপর্বে আট ম্যাচের ছয়টিতে জিতেছে।সব মিলিয়ে সব শেষ ১৭টা ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে। উল্লেখ্য ২০২২ সালের নেশন্স লিগে ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে সবশেষ ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছিল তারা, সেই ধারা অব্যাহত রাখলো । আগামী শুক্রবার লাইপজিগে দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স।

You might also like!