West Bengal

4 days ago

Siuri:মুখ্যমন্ত্রীর অসন্তোষের পর সিউড়িতে নগর সৌন্দর্য্যয়ানে নামলো পুরসভা

Municipal council came down to city beautification in Siuri
Municipal council came down to city beautification in Siuri

 

বীরভূম, ২৬ জুন : নাগরিক পরিষেবা নিয়ে রাজ্যের পৌরসভা গুলোর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার তাই ফুটপাত ও আবর্জনা পরিষ্কারে পথে নামল খোদ পৌরপিতা। বীরভূম জেলার সদর শহর সিউড়ি পৌরসভা পুলিশ নিয়ে শহর জুড়ে অভিযানে চালানো হয়।

এদিন, সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জল চ্যাটার্জী পুলিশের সহযোগিতায় সকাল থেকে সিউড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে অভিযান চালান। বিশেষ করে সিউড়ির বাসস্ট্যান্ড, মসজিদ পাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ফুটপাত থেকে হকার উচ্ছেদ করা হয়। এছাড়াও শহরের আবর্জনা মুক্ত করার বিষয়ে অভিযান চালানো হয়। যদিও সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি দাবি, ''আমরা সর্বতোভাবে শহরকে সুন্দর করে রাখার চেষ্টা করি। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আবর্জনা মুক্ত সুন্দর শহর গড়ে তোলার মূল লক্ষ্য হয়েছে আমাদের। সেদিন পুলিশকে সঙ্গে নিয়ে ফুটপাত উচ্ছেদ অভিযান চালালাম।''

সিউড়ি পৌরসভার বাসিন্দারা অবশ্য নানান অভিযোগ সামনে নিয়ে এসেছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, জেলার সদর শহর সিউড়ি। সিউড়ি শহর এতদিন সৌন্দর্য রাখার বিষয়ে তদারকি করেননি কেন পুরসভার কর্তারা ? মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করার পর ঘুম ভাঙলো তাদের ? একাধিক প্রশ্ন নিয়ে ক্ষোভ এলাকাবাসীর।

প্রসঙ্গত, সোমবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নিয়ে বৈঠক করেন। রাজ্যে অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমের সদর শহর সিউড়ি পৌরসভা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী স্বয়ং।


You might also like!