ব্যান্ডেল, ২৭ ফেব্রুয়ারি : ওভারহেডের তার ছিঁড়ে সকালের ব্যস্ত সময়ে বিপত্তি! বৃহস্পতিবার সকালে ব্যান্ডেল ও হুগলি স্টেশনে মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিপত্তির শুরু। এদিন সকালে ব্যান্ডেল স্টেশনের কাছে হাওড়াগামী (ডাউন) বর্ধমান মেন লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ওভারহেডের তার ছিঁড়ে যায়। সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি।
ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পর পর ট্রেন না থাকায় হুগলি, চুঁচুড়া, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বরের মতো স্টেশনে অফিস টাইমে বাড়তে থাকে ভিড়। ফলে সমস্যার মধ্যে পড়েন অসংখ্য যাত্রী