West Bengal

7 months ago

Digha : দিঘা যাওয়ার পথে যাত্রী বোঝাই বাস উলটে আহত একাধিক!

On the way to Digha, a bus loaded with passengers overturned and injured more than one!
On the way to Digha, a bus loaded with passengers overturned and injured more than one!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিঘা যাওয়ার পথে উলটে গেল যাত্রীবোঝাই বাস। এই দুর্ঘটনাটি ঘটেছে বেলদা রোডের পাশে। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কোনরকম দুর্ঘটনার খবর মেলেনি। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

সকাল সকাল দিঘা যাওয়ার পথে ঘটল দুর্ঘটনা। আসানসোল থেকে দিঘাগামী একটি SBSTC বাস কাঁথি ঢোকার আগে SH-5 কাঁথি বেলদা রোডের পাশে কচুড়ি বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। স্থানীয় মানুষ সূত্রে জানা যায়. বাসটিতে আনুমানিক ৬০ জন মতো যাত্রী ছিল। বাস রাস্তার ধারে উলটে যাওয়ার পরে বিকট শব্দে স্থানীয় মানুষ ছুটে আসে। বাসে থাকা প্যাসেঞ্জারদের উদ্ধার করে। হতাহতের কোন খবর নেই, সম্ভবত গাড়ির ড্রাইভার এর ঘুম চলে আসার কারণেই এই ধরনের বিপত্তি বলে মনে করছেন অনেকেই। সেই সঙ্গে প্রচন্ড কুয়াশা থাকার কারণে এই ধরনের বিপত্তি ঘটতে পারে বলেও অনেকের অনুমান।

স্থানীয় সূত্রে খবর পাওয়া যায় লোকাল কাঁথি থানার পুলিশ এসে একটি আহত শিশুকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসার পরে তার পরিবারের হাতে তুলে দেয়। দিঘা যাওয়ার রাস্তায় বাস দুর্ঘটনার বিষয়টি নতুন নয়। পুলিশের তরফে ট্রাফিক বিধি মেনে নির্দিষ্ট গতিতে বাস চালানোর ব্যাপারে বারংবার সচেতনতা জারি করা হলেও অনেক ক্ষেত্রেই বেপরোয়া ভাবে বাস চলাচলের অভিযোগ উঠে আসছে বারবার। কিছুদিন আগেই দিঘায় একটি বাস দুর্ঘটনার হয়।


You might also like!