West Bengal

1 week ago

Travel Tips: পাহাড় নয়, সুন্দরবনই হতে পারে আপনার ডেসটিনেসান! কিভাবে যাবেন জানেন?

Travel Tips
Travel Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- গরম কিছুটা কমেছে। এই মুহূর্তে ২/৩ দিনের জন্য যদি একটু ঘুরে বেড়াতে চান, তাহলে আমাদের প্রস্তাব সুন্দরবনের 'কৈখালি'। গরম থেকে একটু হলেও মানুষ নিস্তার পেয়েছে। সেই জন্যে সুন্দরবনের কুলতলির কৈখালী এই নদী ও সুন্দরবনে পর্যটন কেন্দ্রে ভিড় করছে বহু মানুষ। অনেকেই নৌকা করে নদীপথে বেড়াতে যাচ্ছেন। আবার কেউ কেউ কুলতলীর কৈখালী বিভিন্ন পর্যটন কেন্দ্রের ভিড় করছে। জঙ্গল,নদী মিলিয়ে দু'তিন দিনের দারুন ট্রিপ হবে।

পর্যটকদের জন্য কুন্তলী পুলিশ খুব সচেতন। পর্যটকদের যাতে কোনো রকম অসুবিধা না হয়,সেই দিকে পুলিশ সব সময় লক্ষ রাখছে। ঘুরতে এসে কোনওরকম বিপদ যাতে না ঘটে কুলতলী থানার পুলিশের তরফ থেকে নদী এলাকা ও সুন্দরবনের কৈখালীর বিভিন্ন প্রান্তে পুলিশ নজরদারি চালাচ্ছে। কুলতলী থানার আইসি নিজে বোর্ডে চেপে বিভিন্ন এলাকায় যাতে পর্যটকদের কোনওরকম বিপদ না ঘটে নিজে এলাকায় ঘুরে নজরদারি চালাচ্ছেন। 

যাওয়া - কুন্তলী পৌঁছে একটা অটো নিয়ে চলে যান কৈখালি।

থাকা - এখন অনেক লজ ও হোটেল হয়েছে,তাছাড়া পশ্চিমবঙ্গ সরকার একটা 'নিবাস' গড়ে তোলার চেষ্টা করছে।

You might also like!