West Bengal

3 months ago

ECI on election Trend: প্রাথমিক প্রবণতায় এগিয়ে মোদী ও অমিত শাহ, কৃষ্ণনগরে পিছিয়ে মহুয়া মৈত্র

ECI on election Trend
ECI on election Trend

 

নয়াদিল্লি, ৪ জুন: ভোটগণনা শুরু হয়েছে সর্বত্র। বারাণসী লোকসভা কেন্দ্রে প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাতের গান্ধীনগর কেন্দ্রে এগিয়ে অমিত শাহ। আমেঠি কেন্দ্রে প্রাথমিক প্রবণতায় এগিয়ে বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। বারামতী কেন্দ্রে পিছিয়ে পড়েছেন শরদ-কন্যা সুপ্রিয়া সুলে। ওই কেন্দ্রে এগিয়ে অজিত পওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার।

হামিরপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অনুরাগ ঠাকুর। কনৌজ কেন্দ্রে এগিয়ে অখিলেশ যাদব। ঘাটালে এগিয়ে গেলেন দেব। বীরভূমে এগিয়ে গেলেন শতাব্দী রায়। কৃষ্ণনগরে পিছিয়ে পড়লেন মহুয়া মৈত্র। মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থ এগিয়ে। ডায়মন্ড হারবারে এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রায়বরেলী ও ওয়ানাড, দুই কেন্দ্রেই এগিয়ে রাহুল গান্ধী। জয়নগর লোকসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূলের প্রতিমা মণ্ডল।

সকাল ৯টা পর্যন্ত প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৭৫টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস ২৫টি আসনে, সমাজবাদী পার্টি ৮টি আসনে এবং আম আদমি পার্টি ৫টি আসনে এগিয়ে রয়েছে।


You might also like!