West Bengal

5 months ago

IT Raids:ভোটের মধ্যেই বনগাঁর ব্যবসায়ীর কাছে লক্ষ লক্ষ টাকা উদ্ধার,গভীর রাতে হানা আয়কর দফতরের

Income tax audit is going on in this shop
Income tax audit is going on in this shop

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের সময় ফের ‘হিসাব বহির্ভূত টাকা’র সন্ধান পেল পুলিশ।টাকার উৎস জানতে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতরের আধিকারিকরা।

বৃহস্পতিবার গভীর রাতে বনগাঁ বাটার মোড় সংলগ্ন ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় আয়কর বিভাগ। তল্লাশির পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই ব্যবসায়ীকে। বনগাঁ থানার পুলিশের কাছে সূত্র মারফত খবর এসেছিল যে, তাঁর কাছে লক্ষাধিক টাকা রয়েছে যার উৎস অজানা। এরপরই কুমারেশ হালদার নামে ওই ব্যবসায়ীর বাড়ি পৌঁছয়ে বনগাঁ থানার পুলিশ। খবর পেয়েছে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসেন নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক। 

ব্যবসায়ীর বাড়ি থেকে ২০-২২ লক্ষ টাকা পাওয়া গেছে বলে সূত্রের খবর। এই টাকা কোথা থেকে এসেছে তার সদুত্তর তিনি দিতে না পারায় ডাকা হয় আয়কর বিভাগকে। এই টাকা কার, কোনও বৈধ কাগজপত্র আছে কিনা, তা জানতে তৎপর আয়কর বিভাগের তিন সদস্যের দল। 

গত মাসের শেষের দিকে মালদহে এক বিজেপি নেতার গাড়ি থেকে প্রায় ২ লক্ষ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বাংলায়। গত বুধবার রাতে ফের টাকা উদ্ধারের ঘটনা ঘটে মালদহে। রতুয়ায় এক বিজেপি নেতার কাছ থেকে প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। টাকা উদ্ধারের ভিডিও দেখিয়েছে তৃণমূল। গত ২৯ এপ্রিল মালদহে শান্তনু ঘোষ নামের এক বিজেপি নেতার কাছ থেকে উদ্ধার হয়েছিল ১ লক্ষ ৯৫ হাজার টাকা। 


You might also like!