West Bengal

7 months ago

Mamata Banerjee:সাধারণ মানুষকে বঞ্চনা না করতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

পুরুলিয়া, ২৭ ফেব্রুয়ারি : নিজের দলের কর্মীদের সাধারণ মানুষকে বঞ্চনা না করার ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে তাঁর বার্তা—নিজেকে ‘বড়’ মনে করে মানুষের কাজেই অগ্রাধিকার দিতে হবে, কারণ মানুষই নির্বাচনে জিতিয়েছে।

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘মনে রাখবেন আমরা সবাই ছোট। মানুষ কিন্তু বড়। মানুষ ছুড়ে ফেলে দিলে কেউ তাকিয়েই দেখবে না, আমি বড় না ও বড়।’ সভায় উপস্থিত পঞ্চায়েত, জেলা কর্মীদের বার্তা মমতার। এরপরেই তিনি বলেন, ‘আমার সঙ্গে যাঁরা দল করছেন, তাঁরা এই কথাটা মনে রাখবেন। এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন। আমার কোনও আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চিত করা যাবে না।’

বিরোধীদের অভিযোগের আঁচ যাতে তৃণমূল কংগ্রেসের উপর না পড়ে, সেই কারণেই তিনি মানুষকে বঞ্চিত করার অপরাধের ভাগীদার না হওয়ার ব্যাপারে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন বলেই ধারণা। কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ না পাওয়া গেলেও রাজ্য সরকার যে সেটা মিটিয়ে দিচ্ছে, সেই বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে ইতিমধ্যে দলীয় নির্দেশ রয়েছে। জেলায় জেলায় সহায়তা শিবির করে একশো দিনের কাজের টাকা ফেরতের ব্যাপারে শিবির করার কর্মসূচি নেওয়া হয়েছে। লোকসভার আগে জনসাধারণের পাশে যে রাজ্য সরকার রয়েছে, সেই বার্তাই এদিন আরও প্রতিষ্ঠা করেন সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে।

এদিনের অনুষ্ঠান উপবিষ্ট সাধারণ মানুষের উদ্দেশে মমতা জানান, যদি কোথাও কোনও অভিযোগ ওঠে, সেটা যেন ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে জানানো হয়। এমনকি, অভিযোগ জানানোর জন্য ওয়েব মাধ্যমে আলাদা পোর্টাল রয়েছে, কোনওরকম অভিযোগ হলেই সেখানে জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন তিনি।


You might also like!