West Bengal

6 months ago

Ferry Service: জলপথে সহজেই পৌঁছনো যাবে ইছাপুর! চালু নতুন ফেরি সার্ভিস, জানুন সময়সূচি

Ichapur can easily be reached by water! New Ferry Service Launched, Know Timetable
Ichapur can easily be reached by water! New Ferry Service Launched, Know Timetable

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের নয়া ফেরি সার্ভিস চালু হল রাজ্যে। নতুন ফেরি সার্ভিস চালু করা হল উত্তর ২৪ পরগনা জেলা এবং হুগলি জেলার মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন এই ফেরি সার্ভিসের উদ্বোধন করেছেন। এতে উপকৃত হবেন দুই জেলার বাসিন্দারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় উত্তর ২৪ পরগণার হাবড়ার প্রশাসনিক সভা থেকে  চালু করেন ইছাপুর-চন্দননগর লঞ্চ সার্ভিস। উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলার মাঝে গঙ্গা নদী পথকে কাজে লাগিয়ে এই নতুন ফেরি সার্ভিস চালু করা হল। জলপথে খুব কম সময়ের মধ্যে হুগলি জেলার বাসিন্দারা এপারে এসে কলকাতায় পৌঁছতে পারবেন।

হুগলি শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের মধ্যে সহজেই এই জলপথে যোগাযোগ ব্যবস্থায় উপকৃত হবেন বহু কর্মজীবীরা। ওপারের বাসিন্দারা গঙ্গা পেরিয়ে ইছাপুর হয়ে ব্যারাকপুরে চলে আসতে পারবেন সহজেই। ফলে হুগলি জেলার মানুষের পক্ষে কলকাতায় যাতায়াতের পথও আরও সুগম করা হল। জানা গিয়েছে, সকাল ৯টা থেকে এই ফেরি সার্ভিস চলবে। প্রাথমিক ভাবে, রাজ্যের পরিবহণ দফতর এই ফেরি সার্ভিস পরিচালনা করবে। পরবর্তীকালে চন্দননগর ও উত্তর ব্যারাকপুর এই দুটি পুরসভা ভাগ ভাগ করে এই ফেরি সার্ভিস পরিচালনার দায়িত্ব নেবে। কোন পুরসভা এই ফেরি সার্ভিস দায়িত্ব নেবে, সেটা নিয়ে জটিলতা তৈরি হয়। মেয়র ফিরহাদ হাকিম রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সঙ্গে বৈঠকে বসে এর সমাধান সূত্র বের করেন। বর্তমানে ব্যারাকপুর ধোবি ঘাট থেকে শেওড়াফুলি ঘাটের মধ্যে যোগাযোগ স্থাপন রয়েছে। আরও একটি ফেরি সার্ভিস চালু হওয়ার কারণে দুই জেলার বাসিন্দাদের আরও খানিকটা সুবিধা হল বলে মনে করা হচ্ছে।

দুই জেলার মধ্যে এই নতুন ফেরি ঘাট কর্মপ্রার্থীদের জন্য অনেকটাই সুবিধা করে দেবে বলে মনে করা হচ্ছে। হুগলি থেকে প্রচুর মানুষ কলকাতার উদ্দেশে আসেন নিজেদের কর্মস্থলে যেতে। গঙ্গা পেরিয়ে ব্যারাকপুর থেকে সহজেই তাঁরা কলকাতায় পৌঁছতে পারবেন এই ফেরি সার্ভিসের ফলে।

You might also like!