শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি : শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হল। শুক্রবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। সেই ভূমিকম্পের টের পাওয়া যায় শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে।
প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালের লিসিকোট থেকে ২ কিলোমিটার দূরে। ভূমিকম্প অনুভূত হয়েছে চিনেও। প্রতিবেশী রাজ্য বিহারেও কম্পন অনুভূত হয়। বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় ভোররাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকে ভোররাতেই ঘরের বাইরে বেরিয়ে আসেন।