West Bengal

6 months ago

Road Accident : টোটোর সঙ্গে সংঘর্ষ ডাম্পারের, গুড়াপে ভয়াবহ দুর্ঘটনা! মৃত শিশু সহ ৭

Road Accident in Gurap (File Picture)
Road Accident in Gurap (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভয়ঙ্কর দুর্ঘটনা হুগলি জেলার গুড়াপে। একটি টোটো গাড়ির উপর একটি ডাম্পার গাড়ি উঠে যায় বলে খবর। ঘটনায় শেষ পাওয়া খবর পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, গুড়াপের কংসারিপুর মোড়ে একটি টোটোর উপর হঠাৎ একটি ডাম্পার উঠে যায়। ডাম্পারের চাকার তলায় পৃষ্ট হয়ে যাত্রীরা আহত হন। সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখানে ছয়জনকে মৃত বলে ঘোষণা করা হয়। টোটোটি ভাস্তার দিক থেকে গুড়াপের দিকে যাচ্ছিল। যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় মানুষজন ও গুড়াপ থানার পুলিশ। ডাম্পারের নিচে থেকে যাত্রীদের উদ্ধার করে। গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়।

মৃতরা হলেন বিদ্যুৎ বেড়া(২৯), তার স্ত্রী প্রীতি বেড়া(২২) এবং তাদের পুত্র বিহান বেড়া(২)। তাদের বাড়ি হুগলির দাদপুর বক্রেশ্বর এলাকায়। মারা গিয়েছেন আরও এক টোটো যাত্রী সৃজা ভট্টাচার্য(২০)। তাঁর বাড়ি হুগলির ভাসতারা এলাকায়। হুগলির পান্ডুয়া এলাকার নুপুর দাস(৫০) এবং রামপ্রসাদ দাস(৬২) এই দুর্ঘটনায় মারা গেছেন। পুলিশ মৃত সকলকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসেছে। এখানেই দেহগুলির ময়নাতদন্ত করা হবে। ঘটনার খবর পেয়ে বর্ধমান হাসপাতালে আসেন বর্ধমান থানার আই সি দীবেন্দু দাস। ঘটনায় আহত হয়েছেন টোটোচালক সৌমেন ঘোষ। তার মাথায় ও হাতে চোট লেগেছে বলে জানতে পারা গিয়েছে। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তায় পাশেই কংসারিপুর মোড়ে একটি টোটো ছিল। টোটোয় একাধিক যাত্রী ছিলেন। হঠাৎ করেই একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটো ধাক্কা মারে। টোটোর উপর উঠে যায় গাড়িটি। ঘটনার পর স্থানীয় বাসিন্দা মহম্মদ হানিফ বলেন, ‘টোটোতে চালক সমেত সাতজন ছিল। তাঁদের মধ্যে একটি শিশু তার মা বাবা কলেজ ছাত্রীও ছিলেন। কেউ ডাক্তার দেখাতে কেউ নিজের কাজে যাচ্ছিলেন। বেপরোয়া ডাম্পার টোটোকে পিষে দেয়। চালক বেঁচে গেলেও যাত্রীরা সকলেই মারা যায়।’

অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার জানান, ওই ডাম্পারের চালককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডাম্পার চালক কেন নিয়ন্ত্রণ হারিয়ে এভাবে ধাক্কা মারলেন সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে চালক মত্ত অবস্থায় ছিলেন কিনা, সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কারণে কংসারিপুর মোড়ে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

You might also like!