West Bengal

3 months ago

North Bengal:আনাজ আকাশছোঁয়া, উত্তরবঙ্গে নিয়মিত নজরদারির অভাবের অভিযোগ

Crops skyrocket, North Bengal complains of lack of regular monitoring
Crops skyrocket, North Bengal complains of lack of regular monitoring

 

জলপাইগুড়ি  : মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উত্তরবঙ্গের বিভিন্ন সবজি বাজারেও অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। তাও আনাজের দাম আকাশছোঁয়াই। অভিযোগ, এখানকার বহু বাজারে নিয়মিত নজরদারির অভাবে চড়া দাম হাঁকছেন বিক্রেতারা।

স্থানীয়দের অভিযোগ, খোলা বাজারে বর্তমানে ৮০-১০০ টাকার নীচে কোনও ভাল সবজিতে হাত দেওয়া যাচ্ছে না। তবে এক পাইকারি সবজি বিক্রেতার বক্তব্য, গজলডোবা, হলদিবাড়ি থেকে সবজি অনেক কম আসছে। বেশিরভাগ সবজির চাহিদা মেটাচ্ছেন ধূপগুড়ি, ফালাকাটার কৃষকরা। সেই সবজি শিলিগুড়ি ঘুরে পুনরায় আসছে শহরতলির বাজারগুলিতে। সেইজন্য অতিরিক্ত খরচের কারণে আনাজের দাম বেশি হচ্ছে। কিন্তু ক্রেতাদের একাংশ আবার এই প্রশ্নও তুলছেন যে, বর্ষার সময় প্রতিবছরই সবজির দাম একটু বেড়েই থাকে। কিন্তু এবারে তা একটু বেশিই। কৃষকরা কি লাভের অংশ পাচ্ছেন, নাকি লাভের গুড় খেয়ে যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। তাঁদের অনেকেরই দাবি, বাজারগুলিতে নিয়মিত নজরদারি করুক টাস্ক ফোর্স। তাহলে কিছুটা সুরাহা মিলতে পারে বলে মত তাঁদের।

You might also like!