জয়ন্তী : তিনমাসের জন্য (১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর) বক্সা অভয়ারণ্যে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তাও বক্সার গহীন এলাকায় জয়ন্তীতে কিছু পর্যটকের যাতায়াতের অভিযোগ উঠেছে। অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ করলো বন দফতর।
জানা গেছে, বন দফতরের তরফে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি পরিচয় লুকিয়ে যাতে কোনও পর্যটক জয়ন্তীতে না যান সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে। বন দফতর সূত্রে জানা গেছে, এই সময়ে মূলত বন্যপ্রাণীদের প্রজননের সময়। তাই ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তাদের কাছে অভিযোগ আসছিল, কিছু পর্যটক জয়ন্তীতে যাতায়াত করছেন। তাই নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।