West Bengal

1 month ago

Higher Secondary Exam: উচ্চমাধ্যমিকের সেমেস্টার টু-এর পরীক্ষাসূচিতে বদল

Change in the examination schedule of Semester Two of Higher Secondary
Change in the examination schedule of Semester Two of Higher Secondary

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। একইসঙ্গে চলবে সেমেস্টার টু-এর পরীক্ষাও। তবে কয়েকটি বিষয়ের পরীক্ষার সময়ে বদল আনল সংসদ।

 উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সেমেস্টার টু-এর (একাদশ শ্রেণি) পরীক্ষাগুলি চলবে দুপুর ২টো থেকে বিকেল চারটে পর্যন্ত। তবে ভিজুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল বিষয়গুলির পরীক্ষা শুরু হবে ২টোর সময়। চলবে সোয়া তিনটে পর্যন্ত।পাশাপাশি ৩০ নভেম্বরের মধ্যে উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা শেষ করে ফেলতে হবে। এই মর্মে প্রতিটি স্কুলে চিঠি দিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

You might also like!