Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

West Bengal

3 months ago

Ram Navami 2025: রামনবমীর আগেই শুরু বিরাট অ্যাকশন! অস্ত্র নিয়ে বেরলে কী হবে? কড়া বার্তা দিলেন সিপি

Kolkata Police Chief Manoj Verma’s Ram Navami message
Kolkata Police Chief Manoj Verma’s Ram Navami message

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাম নবমী উদযাপনের আগে পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হলো— অস্ত্র নিয়ে রাস্তায় বের হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, উৎসবের নামে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।

গার্ডেনরিচ সহ বিভিন্ন এলাকার যে সকল জায়গা থেকে রাম-নবমীর মিছিল বেরতে পারে সেই সব স্থান পরিদর্শন করেন সিপি। পরিষ্কার বার্তা দেন, কোথাও কেউ যদি অশান্তি ছড়ানোর চেষ্টা করেন পুলিশ আগে থেকেই সচেষ্ট থাকবে। প্রয়োজনে পদক্ষেপও করা হবে।

এর পাশাপাশি নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও। কারণ, হাওড়ার শ্যামপুর এলাকায় যে ধরনের প্ল্যাকার্ড তৈরি করে অশান্তির চেষ্টা করা হয়েছে, তার জন্য পুলিশ গ্রেফতারও করেছে। তাই রাম নবমীর দিন যাতে কোনও রকম অশান্তি না ছড়ায় তৎপর রয়েছে পুলিশ। এ দিন মনোজ ভার্মা বলেন, “কোনও রকম অশান্তি যাতে না হয় সেই চেষ্টাই করা হচ্ছে। আর কেউ যদি সেই চেষ্টা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। সকলকে বলছি কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যেন এটা ভুল ধারনায় না থাকেন যে কোনও অ্যাকশন নেওয়া হবে না।”

You might also like!