West Bengal

7 months ago

Attack on TMC Leader::তৃণমূল নেতার বাড়িতে হামলা, অকুস্থলে ডিজি

Attack on TMC Leader:
Attack on TMC Leader:

 

উত্তর ২৪ পরগনা, ২৩ ফেব্রুয়ারি  : আবার উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালির বেড়মজুর এলাকায়। লাঠি-ঝাঁটা হাতে দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। ঘটনাস্থলে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি এবং এডিজি দক্ষিণবঙ্গ।

শুক্রবার সকালেই সন্দেশখালির কাছারি এলাকায় শাহজাহান শেখের এক ‘অনুগামী’র মাছের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দিয়েছিলেন গ্রামবাসীরা। বেড়মজুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্গত এই কাছারি এলাকা। বেড়মজুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁদের হাতে লাঠি-ঝাঁটা। দখল হয়ে যাওয়া জমিজমা ফেরতের দাবি জানান তাঁরা। পাশাপাশি শাহজাহানকে গ্রেফতারেরও দাবি জানান বিক্ষোভকারীরা।

ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন পুলিশকর্তারা। বিক্ষোভকারীদের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, ‘‘এখানে প্রশাসনের শিবির বসেছে। জেলাশাসক রয়েছেন। তাঁরা আপনাদের সব অভিযোগ খতিয়ে দেখবেন। কিন্তু এ ভাবে বিক্ষোভ দেখাতে থাকলে গোটা প্রক্রিয়াটায় দেরি হবে।’’

এর পরেও বিক্ষোভ থামেনি। বেড়মজুরের স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। অভিযোগ, বাড়িতে ঢুকে অজিতকে মারধর করা হয়েছে। ভাঙচুরও চালানো হয়। গ্রামবাসীদের বক্তব্য, স্থানীয়দের নামে রেকর্ড থাকা জমি দখল করে নিতেন শাহজাহানের এই অনুগামী।


You might also like!