West Bengal

7 months ago

Lakshmir Bhandar Scheme : ''আমরা যতদিন আছি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন!" ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর। অত্যন্ত সফল এই প্রকল্প। এই উদ্যোগ বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। লতি বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের গ্রাহকদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে। ভাণ্ডার প্রকল্পে জেনারেল মহিলারা পেতেন মাসে ৫০০ টাকা। এছাড়াও SC-ST মহিলারা পেতেন ১০০০ টাকা। এবার তা বৃদ্ধি করে যথাক্রমে ১০০০ এবং ১২০০ করা হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ঝাড়গ্রামে একটি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের উদ্বোধন করেন তিনি। সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে উল্লেখযোগ্য বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লক্ষ্মীর ভাণ্ডার জন্ম জন্ম ধরে পাবেন। আমরা যতদিন থাকব পাবেন। ৬০ বছর পার হয়ে গেলেও চলবে। যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এই প্রকল্পের সুবিধা পাবেন।'

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'অনেক গরিব মানুষ বলেন আমার ঘর হল না। ৪৭ লাখ ঘর আমি আগে করে দিয়েছি। কেন্দ্রকে আমরা বলেছি। এপ্রিল মাসের মধ্যে ব্যবস্থা করতে হবে। যদি না করে মে মাসের পর থেকে আমরা বুঝে নেব। যাতে গরিব মানুষ বঞ্চিত না হয় সেই পদক্ষেপ করব। ২৮৬টি উদ্বাস্তু কলোনীকে স্বীকৃতি দিয়েছি।'


You might also like!