West Bengal

7 months ago

Bhangar High School : পরীক্ষার পরেই স্কুলের বাথরুমে বোমা ফাটল ভাঙড় হাইস্কুলে!

Bomb Explosion in Bhangar High School
Bomb Explosion in Bhangar High School

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাঙড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে বোমা ফাটায় শোরগোল পড়ে গেল। ভাঙড় হাইস্কুলে ছেলেদের শৌচালয়ে হঠাৎ বোমা ফাটে মঙ্গলবার পরীক্ষার শেষে। সেই সময় সেখানে ঢুকেছিলেন একজন ছাত্র। বোমা ফাটার তীব্র আওয়াজে চমকে ওঠে সে। বোমার শব্দে সেখানে ছুটে আসে পুলিশ। বেশ কিছু পোড়া সুতুলি উদ্ধার হয় শৌচালয় থেকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ভাঙর থানার পুলিশ। 

 উচ্চ মাধ্যমিকের অঙ্ক ও ইতিহাস পরীক্ষা ছিল এই দিন। ভাঙড় হাইস্কুলে সিট পড়েছিল কাঁঠালিয়া হাইস্কুল, কারবালা হাইস্কুল ও চালতাবেড়িয়া হাই মাদ্রাসার পড়ুয়াদের। সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশো পরীক্ষার্থী পরীক্ষা দেয়। দুপুর একটা নাগাদ পরীক্ষা শেষে যখন ছেলেমেয়েরা একে একে স্কুল থেকে বাইরে বের হচ্ছিল তখন এই ঘটনা ঘটে।

এক ছাত্র বলে, ‘শৌচালয়ে গিয়ে দেখি এক কোনে সুতুলি জড়ানো বোমা পড়ে আছে। তার উপর ধুপ জ্বলছে। ছুটে বেরিয়ে আসি। শিক্ষকদের জানাই।’ খবর পেয়ে শিক্ষক ও পুলিশ কর্মীরা ছুটে আসেন। তখনই দুম বোমাটি ফেটে ওঠে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই একাদশ শ্রেণির পরীক্ষা শুরু হয় দেড়টা নাগাদ। তারই মাঝে এই ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্কুলের বাইরে এক দোকানদার বলেন, ‘এত জোরে শব্দ হয়েছে যে আমরাও চমকে উঠেছি। ভাঙড়ে যখন তখন বোমা ফাটে, কিন্তু স্কুলের মধ্যে কোনও দিন বোমা ফাটেনি।’

You might also like!