Video

1 year ago

SHG & NGOs :রাঢ়বঙ্গ বর্ষসেরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সন্মান ২০২২

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দূর্গাপুর ২৭ শে জানুয়ারিঃ দুরন্ত বার্তা দৈনিক বাংলা সংবাদপত্রের উদ্যোগে আজ "সৃজনী সাংস্কৃতিক মঞ্চ"-এ "রাঢ়বঙ্গ বর্ষসেরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সন্মান ২০২২" অনুষ্ঠানের অয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের লক্ষ্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের প্রয়াস কে সর্ব সমক্ষে উপস্থাপন ও স্বীকৃতি প্রদান করা। বাংলার অর্থনীতিকে বরাবরই সমৃদ্ধ করে এসেছে বাংলার এই সকল ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ। বর্তমানে বাংলার বিভিন্ন প্রান্তে স্ব-নির্ভর গোষ্ঠী গুলি নিজেদের কাজের মাধ্যমে বাংলার অর্থনীতিকে বলিষ্ঠ করার পাশাপাশি নতুন প্রজন্ম কে কর্মমুখী ও স্বনির্ভর হতে সাহায্য করছে। এই শুভ উদ্যোগ ও ব্যাপক কর্মকান্ডকে জন সমক্ষে তুলে ধরার একমাত্র মাধ্যম সংবাদ পত্র । এই সকল উদ্যোক্তাদের কর্মকান্ডকে তুলে ধরার এই প্রয়াস মূলত দুটি বিষয়ের জন্য, প্রথমত, আগামী প্রজন্মকে আরো অনেক বেশী সাবলম্বী করে তুলতে অনুপ্রানিত করা এবং এই স্বনির্ভর গোষ্ঠী গুলির এই যে প্রয়াস তাতে সরকারের দৃষ্টি আকর্ষন করা , যাতে সরকারি পৃষ্ঠপোষকতায় আরো বেশী সংখ্যক যুবক যুবতী নিজেদের সুন্দর ভবিষ্যত গঠন করতে পারে। এই ক্ষুদ্র উদ্যোগপতিদের এই প্রয়াস কে আরো উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমতি জ্যোৎস্না মান্ডি প্রতিমন্ত্রী খাদ্য ও সরবরাহ বিভাগ পশ্চিমবঙ্গ। এছাড়া ও অনুষ্ঠানে অতিথি পদ অলংকৃত করেছেন শ্রীমতি অনিন্দিতা মুখোপাধ্যায় (মাননীয়া মেয়র দূর্গাপুর পৌর নিগম), শ্রী হরিহর প্রসাদ মন্ডল ( মাননীয় সচিব কলকাতা পৌর সংস্থা), শ্রী তাপস চৌধুরী (অবসর প্রাপ্ত আই এ এস স্টাফ সিলেকশন সদস্য প . ব সরকার) ডঃ সুবীর মুখার্জী (কর্মধ্যক্ষ পূর্ত ও পরিবহন স্থায়ী সমিতি হুগলি জেলা পরিষদ)।

You might also like!