Breaking News
 
Tajikistan: তাজিকিস্তানে ভূমিকম্প, ইরানেও অনুভূত কম্পন Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে!

 

Video

3 months ago

Drug Free Tripura | নেশাবিরোধী অভিযানে ফের সাফল্যঅর্জন করলো রাজাপুর এডিসি ভিলেজের স্থানীয় সদ্যসরা

 

রাজ্যসরকারের নেশামুক্ত ত্রিপুরা গঠনে ব্যর্থ হয়েপরছে শান্তির বাজার থানার পুলিশ। মহকুমার পুলিশ আধিকারিকে নেশাকারবারীদের সমস্ত বিবরন জানানোর পরেও নেশাবিরোধী অভিযানে তিনি অনিহা প্রকাশ করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনদের। অবশেষে পুলিশের উপর আস্থাহারিয়ে রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীত করতে রাজাপুর এডিসি ভিলেজের লোকজনেরা নেশাবিরোধী অভিযানে নামেন। এলাকার স্থানীয় লোকজনেরা একজোটহয়ে নেশাবিরোধী অভিযানে একটি কমিটি গঠন করেন। কমিটির নামাকরন করাহয় মহিলা একসান কমিটি। এইকমিটি গঠনকরার কিছুসময়েরমধ্যে সকলের একান্ত প্রচেষ্টায় বেশকিছু নেশাবিরোধী অভিযানে সাফল্যঅর্জন করে স্থানীয় লোকজনেরা। এরইমধ্যে বুধবার বীরচন্দ্র নগর এলাকায় অটোচালক রাজু দেবনাথের বাড়ীতে নেশাবিরোধী অভিযান চালায় স্থানীয় লোকজনেরা। এইঅভিযানে প্রচুর পরিমানে নেশাসামগ্রী উদ্ধার করাহয়। নেশাসেবনকারীদের আটক করে তদন্তক্রমে একের পর নেশাকারবারীদের কাছথেকে নেশাসামগ্রী উদ্ধার করছে স্থানীয় লোকজনেরা। এইসকল বিষয়ে শান্তির বাজার থানার পুলিশ ও মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমাকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছেনা। ঘটনার সাথে জরিতদের আটক করতে অক্ষম পুলিশ। পুলিশের এইধরনের কার্যকলাপে দিনির পর দিন পুলিশের উপর আস্থা হারাচ্ছে স্থানীয় লোকজনেরা। সকলে চাইছে মহকুমার পুলিশ আধিকারিক বাপি দের্বমার পরিবর্তে অন্য একজন সৎ পুলিশ আধিকারিককে শান্তির বাজারে নিয়েআসাহোক। যাতেকরে রাজ্যসরকারের উদ্দ্যোশ্যকে সাফল্যমন্ডীতকরে নেশামুক্ত ত্রিপুরা গঠনকরাযায়। এখন দেখারবিষয় রাজ্যসরকার ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এইবিষয়ে কিপ্রকার পদক্ষেপগ্রহনকরে।

You might also like!