আজ ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরাম এর পক্ষ দিয়ে মুক্ষ মন্ত্রীর কাছে ডেপুটেশন কর্ম সুচির আয়োজন করা হয় হাজরা মোড়ে। । রাজ্যে 26 হাজার চাকরি বাতিলের পর থেকে জল্পনা শুরু হয়েছে। যোগ্য এবং অযোগ্য লড়াই। গত কয়েকদিন আগে প্রতিবাদেও আমরা দেখতে পেলাম দুভাগে প্রতিবাদ। যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের।আজ অযোগ্য শিক্ষকদের এক অংশ হাজরা মোড়ে জমায়েত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা করার কর্মসূচি গ্রহণ করে দাবি তাদের একটাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং লোহার কোট কেউই তাদের চিহ্নিত করেনি অযোগ্য বলে তাই সমাজের জনগণ এবং মাননীয়া মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তাদের দিকে দৃষ্টি কোন করে তাদের চাকরি তাদের ফিরিয়ে দেওয়াহক তাদের অভিযোগ কিছু মানুষের দুষ্টুমির শিকার তারা তাই মাননীয় মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় টা গম্ভীর ভাবে দেখুক ।তাদের চাকরি তাদের ন্যায্য প্রাপ্য ফিরিয়ে দেবাহক সো সম্মানের সাথে ।