Tripura

1 year ago

Tripura :১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করবে ত্রিপুরা মানবাধিকার কমিশন

International Human Rights Day
International Human Rights Day

 

আগরতলা : আগামী ১০ ডিসেম্বর যথাযথ মর্যাদায় রাজ্য মানবাধিকার কমিশন রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে উদযাপন করবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস।  ত্রিপুরা মানবাধিকার কমিশনের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি স্বপন চন্দ্র দাস এই সংবাদ জানান।

শ্রী দাস আরও জানান, রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। এবারের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপনের মূল ভাবনা 'কনসোলিডেটিং অ্যান্ড সাস্টেনিং হিউম্যান রাইটস কালচার ইন টু দ্য ফিউচার'।সাংবাদিক সম্মেলনে মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন জানান, ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত কমিশনের নিকট ৩৯০টি অভিযোগ জমা পড়েছিল। এরমধ্যে ৩৬৮টি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে। তিনি বলেন, রাজ্য সরকার কমিশনের সবগুলি সিদ্ধান্তে সদর্থক ভূমিকা পালন করেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সদস্য বি কে রায় ও সুবীর চন্দ্র সাহা এবং মানবাধিকার কমিশনের সচিব রতন বিশ্বাস।

You might also like!