Tripura

10 months ago

Tripura : ত্রিপুরা : তথ্য ও সংস্কৃতি দফতরের সিদ্ধান্তের তীব্র নিন্দা আগরতলা প্রেস ক্লাবের

Agartala Press Club strongly condemns the decision of Information and Culture Department
Agartala Press Club strongly condemns the decision of Information and Culture Department

 

আগরতলা  : আগরতলা প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটি জাতীয় প্রেস ডে উপলক্ষ্যে সাংবাদিকদের সংবর্ধনা সংক্রান্ত তথ্য ও সংস্কৃতি দফতরের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেছে।

আগরতলা প্রেস ক্লাবের এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় প্রেস দিবসে সম্মানিত সাংবাদিকদের নাম প্রস্তাব করে, এটাই প্রেস ক্লাবের প্রথম থেকে একটি ঐতিহ্য। প্রতি বছর আগরতলা প্রেস ক্লাব এবং তথ্য ও সংস্কৃতি দফতর যৌথভাবে ১৬ নভেম্বর অনুষ্ঠানের আয়োজন করে। তবে সাংবাদিকদের সম্মান জানানোর জন্য গঠিত প্যানেলে প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির কোনও সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়নি এই প্রথম। আগরতলা প্রেস ক্লাব এই সিদ্ধান্তের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে।

প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বিষয়টি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নজরে আনা হবে। আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকেও এই কমিটি অবিলম্বে ভেঙে দেওয়ার দাবি জানানো হয়েছে, কারণ ঐতিহ্য অনুসরণ করা হয়নি।

You might also like!