Tripura

10 months ago

Tripura:তেলিয়ামুড়ায় লরির চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু স্কুটি চালকের, গ্রেফতার দুই

Tragic death of scooty driver after being crushed by lorry wheel in Teliyamura
Tragic death of scooty driver after being crushed by lorry wheel in Teliyamura

 

তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৯ নভেম্বর  : লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে জনৈক যুবকের। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া টাউন হল সংলগ্ন অসম-আগরতলা জাতীয় সড়কে। নিহত যুবকের নাম রুস্তম দেববর্মা। সে একটি স্কুটি নিয়ে ওই সড়ক দিয়ে যাচ্ছিল।

জানা গিয়েছে, অসম-আগরতলা জাতীয় সড়কে এএস ০১ কিউসি ১০৭৩ নম্বরের একটি কন্টেইনার (লরি) আগরতলার দিকে যাওয়ার পথে তেলিয়ামুড়া টাউন হল সংলগ্ন এলাকায় টিআর ০৬ বি ৯৪৩৬ নম্বরের একটি স্কুটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্কুটিটি লরির পেছনের চাকার নীচে পড়ে যায়। এতে স্কুটির চালক রুস্তম দেববর্মা লরির চাকায় পিষ্ট হয়ে গেছে। তার মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ দুর্ঘটনাস্থলে পৌঁছেন তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা। দুর্ঘটনাস্থলে পৌঁছে স্কুটি চালক রুস্তম দেববর্মার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। খবর পেয়ে মৃতের পরিবারের লোকজনেরাও ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায়, ময়না তদন্তের পর তার মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের লোকজনের হাতে।

অন্যদিকে, দুর্ঘটনার পর অকুস্থল থেকে ওই কন্টেইনার নিয়ে পালিয়ে যায় চালক। তেলিয়ামুড়া থানার পুলিশ পিছু ধাওয়া করে হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ঘাতক কন্টেইনারকে আটক করে চালক অসমের বাসিন্দা ইনামুল হক এবং সহ-চালক সাজেদ আবদল্লাহকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে। এ ব্যাপারে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য জানিয়েছেন, দুর্ঘটনা সংক্রান্ত একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন তাঁরা।

You might also like!