Breaking News
 
Odisha shocker: ওড়িশায় ফের নৃশংসতা, ১৫ বছরের কিশোরীর গায়ে আগুন, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি,উত্তাল রাজ্য রাজনীতি! Matua Youths Arrested: ফের ভিন রাজ্যে হেনস্তা! বাংলাদেশি সন্দেহে মহারাষ্ট্রে আটক রানাঘাটের দুই মতুয়া যুবক, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইল পরিবার School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়!

 

Tripura

1 year ago

Tripura :সুন্দর ও স্বাস্থ্যবান জেলার লক্ষ্যে স্বাস্থ্য প্রকল্প কাজ করছে জেলায়, ধলাইয়ের জেলা শাসক

The district governor of Dhalai is working on a health project for a beautiful and healthy district
The district governor of Dhalai is working on a health project for a beautiful and healthy district

 

ধলাই, ১৪ সেপ্টেম্বর : "আয়ুষ্মান ভারত প্রকল্পে জেলায় প্রত্যেক পরিবারকে অন্তর্ভুক্ত করে স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা গেছে । এবার আয়ুষ্মান ভব প্রকল্পে একজন ব্যক্তিও যাতে স্বাস্থ্য পরিষেবার আওতা থেকে বাদ না যান সেই লক্ষ্যে কাজ চলছে।" বৃহস্পতিবার একথা বলেন ত্রিপুরা রাজ্যের ধলাইয়ের জেলা শাসক ডা: সিদ্ধার্থ শিব জয়সওয়াল ।

এদিন জেলা শাসক অফিসের কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময়। জেলা শাসক ডা: জয়সওয়াল আয়ুষ্মান ভব এবং মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ্য কৈশোর প্রকল্প দুটির কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন । তিনি জানান, আয়ুষ্মান ভব হচ্ছে কেন্দ্রীয় সরকারের ফ্লাগশিপ কর্মসূচি আয়ুষ্মান ভারতের পরবর্তী পর্যায়। এই পর্যায়ের মূল লক্ষ্য হচ্ছে একজন ব্যক্তিও যদি স্বাস্থ্য পরিষেবার বা আয়ুষ্মান ভারতের আওতায় বাইরে থেকে থাকেন তাকে অন্তর্ভুক্ত করা । এই কাজ করতে স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে যাবেন । প্রথম ধাপে হবে প্রতি ঘরে স্বাস্থ্য অভিযান। এরপর হবে সাপ্তাহিক সুস্বাস্থ্য মেলা । এভাবে গোটা জেলা জুড়ে চলবে এই কর্মসূচি । এদিন জেলা শাসক আরও জানান, ত্রিপুরা সরকারের মুখ্যমন্ত্রী সুস্থ্য শৈশব সুস্থ্য কৈশোর ৫.০ কর্মসূচি যা ইতোমধ্যেই কেন্দ্রীয় সরকারের ভুয়সী প্রসংশা পেয়েছে, সহায়ক হবে । শৈশব এবং কৈশরকে সুস্থ ও নিরাপদ করে তুলতে পারলে রাজ্যের এবং দেশের যুবশক্তি দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে । সর্বাত্মক উন্নয়ন হবে ধলাই জেলার । গোটা জেলা জুড়ে এই দুই প্রকল্পের কাজ চলছে বলেও জানানো হয় এদিন ।ধলাই জেলায় এই দুই প্রকল্প স্বাস্থ্যক্ষেত্রে কতটুকু পরিবর্তন আনতে পারে, সাধারণ মানুষ কতটুকু পরিষেবা পান সেটাই দেখার ।

You might also like!