Tripura

9 months ago

Praveer Chakraborty:বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও ত্রিপুরা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা কংগ্রেস মুখপাত্রের

Praveer Chakraborty
Praveer Chakraborty

 

আগরতলা : লোকসভা নির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় রাজনৈতিক তরজা চরমে পৌঁছে গিয়েছে। শাসক দল বিজেপির বিরুদ্ধে বিরোধী কংগ্রেস কিংবা সিপিএম যেমন সমালোচনার ঝড় তুলছে। তেমনি বিজেপি দলের তরফ থেকেও বাম কংগ্রেসের জোটকে তীব্র ভাষায় কটাক্ষ করা হচ্ছে।

এদিকে  আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে দলের প্রদেশ নেতৃত্ব বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম থেকে শুরু করে পেট্রোল ডিজেল ও এলপিজির মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন কংগ্রেস নেতৃত্ব।

গত ১০ বছর ধরে দেশবাসীর সাথে প্রতারণা করে দেশে সর্বনাশ করেছে বিজেপি। সবচেয়ে বেশি দুরবস্থা দেশের কৃষকদের। তাদের এক কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে বিজেপি।  কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

কিন্তু ২০১৪ সালে সরকারের প্রতিষ্ঠিত হওয়ার আগে বিজেপি মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যদি তারা ক্ষমতায় আসতে পারে তাহলে স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে, কৃষকদের আয় দ্বিগুণ করা হবে, কৃষকদের ঋণ মিটিয়ে তাদের আয় বৃদ্ধি করার দিকে গুরুত্ব দেওয়া হবে। কিন্তু ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সরকারের প্রতিশ্রুতি কার্যকর হতে দেখেনি কেউ। ফলে এখন পর্যন্ত আত্মহত্যা করেছে প্রায় ৪ লক্ষ ২৫ হাজার কৃষক। তাই পাঁচটি ন্যায়ের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এদিন কংগ্রেস মুখপাত্র বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেছেন।

You might also like!