Tripura

9 months ago

Dr. Manik Saha:প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বাধীন সরকার অনগ্রসর শ্রেণির মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করেছে : মুখ্যমন্ত্রী

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

আগরতলা : ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেছেন, 'সব কা সাথ সব কা বিকাশ' নীতি অনুসরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার অনগ্রসর শ্রেণির মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করেছে।৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে দলীয় প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে জয়পুর এলাকায় রোড শোয় নেতৃত্ব দেওয়ার সময় মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে এই প্রতিক্রিয়া দিয়েছেন।

দেশের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী সর্বদা আর্থ-সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নের দিকে মনোনিবেশ করেছেন। কেন্দ্রের পাশাপাশি রাজ্যের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকার দ্বারা চালু করা বেশ কয়েকটি নীতি ও পরিকল্পনা তাদের কল্যাণ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

'মুসলিম ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বাংলাদেশে ফেরত পাঠানোর' বিরোধীদের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য ষড়যন্ত্র করা এবং শান্তি নষ্ট করা তাদের অভ্যাস। জাত-পাত ও ধর্মের নামে এমন প্রচারণা সৃষ্টি করে। প্রধানমন্ত্রী সর্বদা 'সব কা সাথ সব কা বিকাশ' সম্পর্কে কথা বলেছেন এবং সেটা সরকার কর্তৃক চালু করায় প্রচুর সংখ্যক প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার এবং আইএনডিআইএ ব্লকের প্রার্থী রতন দাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কাছ থেকে অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া মিলছে। উন্নয়নের নিরিখে মানুষ বিজেপিকে ভোট দেবে।

You might also like!