Tripura

3 months ago

Agriculture Minister Ratan Lal Nath:গ্রামীণ এলাকার উন্নয়নে পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : কৃষিমন্ত্রী রতন লাল নাথ

Agriculture Minister Ratan Lal Nath
Agriculture Minister Ratan Lal Nath

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-   শপথ নিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যরা। পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর ব্লক অফিস প্রাঙ্গণে মোহনপুর পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত সদস্য-সদস্যাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী রতন লাল নাথ বলেন, গ্রামীণ এলাকার উন্নয়নে পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্লক এলাকার দলমত নির্বিশেষে সকল অংশের মানুষের কল্যাণেও নবনির্বাচিত পঞ্চায়েত সমিতিকে কাজ করতে হবে। গড়ে তুলতে হবে এক মোহনপুর শ্রেষ্ঠ মোহনপুর।

অনুষ্ঠানে পঞ্চায়েত সমিতির নবনির্বাচিত ১৩ জন সদস্য-সদস্যাকে শপথবাক্য পাঠ করান ডেপুটি কালেক্টর নবকুমার জমাতিয়া। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর এক সভায় মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হিসেবে রাকেশ দেব এবং ভাইস চেয়ারম্যান হিসেবে সঞ্জীব কুমার দাসকে মনোনীত করা হয়। চেয়ারম্যান রাকেশ দেব ও ভাইস চেয়ারম্যান সঞ্জীব কুমার দাসকেও শপথবাক্য পাঠ করান ডেপুটি কালেক্টর নবকুমার জমাতিয়া।

শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর পুর পরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শঙ্কর দেব, মোহনপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান রিনা দেববর্মা, জিলা পরিষদের নবনির্বাচিত সদস্য জয়লাল দাস, মোহনপুর ব্লকের বিডিও ধৃতিশেখর রায়, মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন প্রমুখ।

You might also like!