Tripura

5 months ago

Panchayat Elections: পঞ্চায়েত নির্বাচন : মনোনয়নের শেষ দিনে ধলাই জেলায় বিভিন্ন দলের মনোনয়ন পেশ

Panchayat Elections
Panchayat Elections

 

ধলাই (ত্রিপুরা), ১৮ জুলাই  : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার আজ বৃহস্পতিবার ছিল শেষ দিন। শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দল সহ নির্দল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন জেলার বিভিন্ন প্রান্তে।

এদিন জেলা সদর আমবাসায় আমবাসা ব্লকের পঞ্চায়েত সমিতি ও বিভিন্ন পঞ্চায়েতের জন্য মনোনয়ন জমা করেছেন প্রার্থীরা। আমবাসা ব্লক আধিকারিকের কাছে বিজেপির ২০ জন, তিপ্রা মথার ১৭ জন, কংগ্রেস দলের তিনজন, সিপিআইএম দলের এক এবং একজন নির্দল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিকে জেলার সালেমা এবং দুর্গা চৌমুহনি ব্লকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা।এর পর মনোনয়ন পত্র পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর ওপর আগামী ৮ আগস্ট হবে ভোট গ্রহণ।

You might also like!