Breaking News
 
AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী! Mamata Banerjee-Omar Abdullah: বঙ্গসফরে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, মমতার সঙ্গে বৈঠকে রাজনৈতিক বার্তা!

 

Tripura

11 months ago

Tripura:স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এ বছরও ত্রিপুরায় হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি

On the occasion of Independence Day, Har-Ghar Tricolor Abhiyan program in Tripura this year as well
On the occasion of Independence Day, Har-Ghar Tricolor Abhiyan program in Tripura this year as well

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে এ বছরও রাজ্যে হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি পালন করা হবে। ভারত সরকারের নির্দেশিকা অনুসারে এব ছর রাজ্যে ৯ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত হর-ঘর তিরঙ্গা অভিযানে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে তিরঙ্গা যাত্রা, তিরঙ্গা র্যা লি, তিরঙ্গা রানস অ্যান্ড ম্যারাথনস, তিরঙ্গা কনসার্টস, তিরঙ্গা ক্যানভাস, তিরঙ্গা প্লেজ, তিরঙ্গা ট্রিবিউট, তিরঙ্গা মেলা ও তিরঙ্গা সেলফি।

আজ  সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. প্রদীপকুমার চক্রবর্তী এ খবর জানিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব আরও জানান, হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্যে রয়েছে গণ-মাধ্যমে মুখ্যমন্ত্রীর আবেদন, জেলা প্রশাসন এবং নগরশাসিত সংস্থাগুলির মাধ্যমে বিভিন্ন জায়গায় ফ্ল্যাক্স, ব্যানার ইত্যাদি দিয়ে অভিযান সম্পর্কে প্রচার করা, পরিবহণ দফতরের মাধ্যমে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো ইত্যাদি।

তিনি জানান, টিটিএএডিসি-প্রশাসনের উদ্যোগেও হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচির আয়োজন করা হবে। জানান, এই অভিযান কর্মসূচিকে সর্বাত্মক সফল রূপ দেওয়ার লক্ষ্যে সমস্ত স্তরের সরকারি আধিকারিক ও কর্মচারী সহ ক্লাব, এনজিও, সমাজসেবী এবং নাগরিক সমাজকেও যুক্ত করা হবে। গত বছরের মতো এ বছরও ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে জাতীয় পতাকা বিক্রয়ের ব্যবস্থা করা হবে। ত্রিপুরা হস্ততাঁত ও হস্তকারু উন্নয়ন নিগম লিমিটেড, ত্রিপুরা শহুরি জীবিকা মিশন ও ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে প্রয়োজনীয় জাতীয় পতাকার ব্যবস্থা করা হবে।

সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব আরও জানান, স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলনের জন্য দেশের জনগণকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে দেশব্যাপী হর-ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচি শুরু হয়। ২০২২ এবং ২০২৩ সালের পর এ বছর তৃতীয়বারের জন্য হর-ঘর তিরঙ্গা অভিযান পালন করা হচ্ছে। আগামী ১৩ থেকে ১৫ আগস্ট পর্যন্ত রাজ্যের নাগরিকদের নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য উৎসাহিত করা হবে।

You might also like!