Tripura

1 year ago

Tripura:৯ সেপ্টেম্বর ত্রিপুরায় জাতীয় লোক আদালত, নিষ্পত্তির জন্য উঠবে ৭১টি বেঞ্চে ১৫,২৭১টি মামলা

National Lok Adalat in Tripura on September 9, 15,271 cases in 71 benches will come up for disposal
National Lok Adalat in Tripura on September 9, 15,271 cases in 71 benches will come up for disposal

 

আগরতলা : ৯ সেপ্টেম্বর রাজ্যে এ বছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হবে। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিন এই লোক আদালত অনুষ্ঠিত হবে। এ কথা জানান আইনসেবা কর্তৃপক্ষের সদস্যসচিব সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং উপ-সচিব হেনা বেগম।

এই জাতীয় লোক আদালতে মোট ৭১টি বেঞ্চে আনুমানিক ১৫,২৭১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত আনুমানিক ৭,৪৬৭টি বিষয় রয়েছে। যার মধ্যে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত আনুমানিক ৬,৮৪৬টি মামলা এবং দূরসঞ্চার নিগমের অনাদায়ী বিল সংক্রান্ত বিরোধের আনুমানিক ৬২১টি মামলা।

এছাড়া আদালতে বিচারাধীন আনুমানিক ৭,৮০৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে রয়েছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, ভোক্তা আদালত সংক্রান্ত মামলা, আপসযোগ্য ফৌজদারি বিরোধের মামলা (যার মধ্যে আছে এমভি অ্যাক্টের মামলা, টিপি অ্যাক্টে মামলা, টিজি অ্যাক্টে মামলা এগসাইজ মামলা প্রভৃতি), বৈবাহিক বিরোধের মামলা, চেক বাউন্স সংক্রান্ত (এনআই অ্যাক্ট) মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত মামলা এবং চাকরি সংক্রান্ত মামলা।

তিনি আরও বলেন, জাতীয় লোক আদালত উপলক্ষ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে আনুমানিক ৬৫টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। লোক আদালতে সবচেয়ে বেশি ১৬টি বেঞ্চ বসবে আগরতলা আদালত চত্বরে। ইতিমধ্যে মামলার উভয়পক্ষকেই নোটিশ দেওয়া হয়েছে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক থাকবে। তাছাড়া প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিশপ্রাপ্ত আগতদের সাহায্য করবেন।


You might also like!