Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Tripura

1 year ago

Lok Sabha Elections:লোকসভা নির্বাচন : পশ্চিম ত্রিপুরা আসনে ১৯ এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা আসনে ২৬ এপ্রিল ভোট গ্রহণ, গণনা ৪ জুন

Lok Sabha Elections
Lok Sabha Elections

 

আগরতলা: জাতীয় রাজধানী নয়াদিল্লীতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছেন৷ মোট সাতদফায় হবে ভোট গ্রহণ৷ পার্বতী রাজ্য ত্রিপুরার দুটি আসনের ভোট গ্রহণ করা হবে দুই পর্যায়ে৷ প্রথম পর্যায়ে হবে পশ্চিম ত্রিপুরা (সাধারণ) আসনে ১৯ এপ্রিল এবং দ্বিতীয় পর্যায়ে পূর্ব ত্রিপুরা (তপশিলি উপজাতি সংরক্ষিত) আসনে ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল৷ গণনা হবে দেশের সব রাজ্যের সবকটি লোকসভা আসনের একসাথে ৪ জুন৷ এদিকে, নির্বাচন নির্ঘন্ট ঘোষণার সাথে সাথে আদর্শ আচরণবিধি লাগু হয়ে গিয়েছে৷

নির্বাচন কমিশনের নির্ঘন্ট অনুযায়ী পশ্চিম ত্রিপুরা (সাধারণ) লোকসভা আসনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে ২০ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ২৭ মার্চ, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ২৮ মার্চ ২০২৩ ৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ৩০ মার্চ ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ১৯ এপ্রিল, ২০২৪৷

অন্যদিকে, পূর্ব ত্রিপুরা (তপশিলি উপজাতি সংরক্ষিত) লোকসভা আসনে বিজ্ঞপ্তি জারি করা হবে ২৮ মার্চ, ২০২৪৷ প্রার্থীদের মনোনয়নপত্র জমা রাখার অন্তিম তারিখ হচ্ছে ০৪ এপ্রিল, ২০২৪৷ মনোনয়ন পরীক্ষা করা হবে ০৫ এপ্রিল, ২০২৪ এবং মনোনয়ন প্রত্যাহারের অন্তিম তারিখ হচ্ছে ০৮ এপ্রিল, ২০২৪৷ এই আসনে ভোট গ্রহণ করা হবে ২৬ এপ্রিল, ২০২৪৷ ভোট গণনা হবে ৪ জুন, ২০২৪৷ 

You might also like!