Tripura

4 months ago

Chief Minister Manik:ভবিষ্যত প্রজন্মকে বীর শহিদদের কথা সর্বদা স্মরণ করতে হবে : মুখ্যমন্ত্রী মানিক

Dr. Manik Saha
Dr. Manik Saha

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভবিষ্যত প্রজন্মকে বীর শহিদদের কথা সর্বদা স্মরণ করতে হবে। শহিদদের পথ অনুসরণ করতে হবে। আজ আগরতলার লিচুবাগানে অবস্থিত অ্যালবার্ট এক্কা পার্কে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে বীর সৈনিক শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এ কথা বলেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের ভবিষ্যত প্রজন্মের মধ্যে দেশাত্মবোধের চেতনাকে বাড়িয়ে তুলতে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২২ সালে দেশব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের সূচনা করেছিলেন। দেশের সার্বভৌমত্বকে সবাই মিলে রক্ষা করতে হবে।

ডা. মানিক সাহা বলেন, দেশরক্ষায় যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের প্রতি সম্মান জানানোর লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী দেশরক্ষায় শহিদ অ্যালবার্ট এক্কার আত্মবলিদানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা অ্যালবার্ট এক্কা স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডা. দিলীপকুমার দাস, সমাজসেবী রাজীব ভট্টাচাৰ্য, বিপিন দেববর্মা, মুকুলচন্দ্র রায় প্রমুখ বহুজন।

You might also like!