Tripura

15 hours ago

Governor Indrasena Reddy Nallu: ত্রিপুরায় শিল্প গড়ে উঠলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে : রাজ্যপাল

Governor Indrasena Reddy Nallu
Governor Indrasena Reddy Nallu

 

আগরতলা : শিল্প গড়ে উঠলে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া সহজ পদ্ধতিতে ব্যাঙ্ক থেকে ঋণ পেলে আর্থসামাজিক অবস্থা সুদৃঢ় হবে উদ্যোগীদের।  আগরতলায় তারকাখচিত একটি বেসরকারি হোটেলে নাবার্ড আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারের উদ্বোধন করে একথা বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।

অনুষ্ঠানে স্টেট ফোকাস পেপার ২০২৫-২৬-এর সূচনা করেন রাজ্যপাল সহ আমন্ত্রিতরা। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার সুরেন্দ্র নিডর, অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায়, নাবার্ডের ত্রিপুরা শাখার জেনারেল ম্যানেজার অনিল এস, নাবার্ডের ডিজিএম রাজেশ চান্দেকর প্রমুখ।

রাজ্যপাল বক্তব্য রাখতে গিয়ে আত্মনির্ভর ভারত গড়ে তুলতে দেশীয় পণ্য সামগ্রীর ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তিনি মৎস্যচাষের মাধ্যমেও রাজ্যে প্রচুর কর্মসংস্থানের পাশাপাশি আর্থিক লাভালাভের সুযোগ রয়েছে বলে অভিমত প্রকাশ করেন। রাজ্যপাল বলেন, প্রাকৃতিক সম্পদকে ভিত্তি করে যদি শিল্প গড়ে তোলা যায় তাহলে ত্রিপুরার আর্থিক অবস্থার উন্নতি হবে।

You might also like!