Tripura

8 months ago

Manik Sarkar:দেশে গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে পদদলিত, হাহাকার করছেন মানুষ : মানিক সরকার

Manik Sarkar
Manik Sarkar

 

ধর্মনগর (ত্ৰিপুরা)  : দেশে গণতান্ত্রিক অধিকার সম্পূর্ণরূপে পদদলিত হয়ে মানুষ হাহাকার করছে। দিনের পর দিন বেকার সমস্যা, অতিরিক্ত মূল্যবৃদ্ধি এবং কৃষকরা সঠিক মূল্য না পেয়ে একের পর এক আন্দোলনে শামিল হচ্ছেন। এভাবে একটা সরকার দীর্ঘদিন দেশে বিরাজ করতে পারে না। বৃহস্পতিবার ইন্ডি জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং-এর সমর্থনে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় নির্বাচনী জনসভায় এ কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকার আরও বলেন, যাঁরা দেশকে লুটেপুটে খেয়েছে তাদের স্বার্থে গত দশ বছর কাজ করেছে বিজেপি সরকার। তাই এই সরকারকে উৎখাত করে মানুষের জ্বলন্ত সমস্যাগুলো সমাধান করতে হবে। তাই দেশের মানুষকে বাঁচাতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আগামী লোকসভা নির্বাচনে এই সরকারকে ফেলে দিয়ে ইন্ডি জোট সরকারের প্রতিষ্ঠার আবেদন জানান উপস্থিত সাধারণ মানুষের কাছে।

তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব গণতান্ত্রিক অধিকার ধর্মনিরপেক্ষতা সবই বিসর্জন দিয়ে দেশটাকে ধ্বংস করে বিদেশী শক্তি হাতে তুলে দিচ্ছে বর্তমান সরকার। এদিন উপস্থিত ছিলেন প্রার্থী রাজেন্দ্র রিয়াং, যুবরাজ নগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, উত্তর জেলা বামফ্রন্টের সাধারণ সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।

You might also like!