Tripura

1 year ago

CPM :ধনপুর ও বক্সনগর কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবী জানাল সিপিএম

CPM leader Jitendra Chowdhury
CPM leader Jitendra Chowdhury

 

আগরতলা  : ধনপুর এবং বক্সনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলে দাবি করল সিপিএম। দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে এই দুই কেন্দ্রের নির্বাচন বাতিল ঘোষণা করে নতুন করে নির্বাচন সংগঠিত করার। এমর্মে সিপিএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জীতেন্দ্র চৌধুরী রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে চিঠি পাঠিয়েছেন। এদিকে, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর এদিন আগরতলায় সিপিএম পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এদিনে উপনির্বাচন কিভাবে প্রহসনে পরিণত হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক হিংহার অভিযোগ তুলেছেন।

জীতেন্দ্র চৌধুরী রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীককে লেখা চিঠিতে বলেছেন, যে রাজ্য মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে ওই দুই বিধানসভা কেন্দ্রে দলের কার্যকর্তাদের সাথে ঘুরাফেরা করেছেন। তাছাড়া, সিপিএম দাবী করেছে সিপাহীজলা জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেয়া হোক। সেই সাথে বক্সনগর এবং ধনপুর বিধাসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারদের সরিয়ে দেয়া হোক। যে মহকুমার কর্মীদের দিয়ে এই দুই কেন্দ্রের উপনির্বাচন সংগঠিত করা হয়েছে তাদের পরিবর্তে অন্য জেলা থেকে কর্মীদের দিয়ে নির্বাচন করানো হোক। সিপিএমের এই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকদের কাৰ্য্যালয় থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট নেতা নারায়ণ কর অভিযোগ করেছেন ভোটের আগের দিন তথা সোমবার রাত থেকেই পোলিং এজেন্টদের বাড়িতে গিয়ে হুমকি ধমকি দেয়া হয়েছে যাতে ভোটের দিন পোলিং এজেন্ট বুথ কেন্দ্রে না যায়। তারপরও বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৫৯ টি বুথের মধ্যে মাত্র ১৯ জন পোলিং এজেন্ট পৌঁছতে পেরেছেন। অন্যদিকে ধনপুর বিধানসভা কেন্দ্রে ৫১টি বুথের মধ্যে মাত্র ১৬ জন পোলিং এজেন্ট প্রবেশ করতে পেরেছেন। তাও তারা কোনও রকমে লুকিয়ে বুথে প্রবেশ করেছেন। এই অবস্থায় কিভাবে ভোট হয়েছে তা সহজেই অনুমান করা যায়। তাই পুনরায় ভোট গ্রহণ করার দাবী জানানো হয়েছে। 

You might also like!