Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Tripura

4 months ago

Animesh Debbarma: বন্যপ্রাণী ও মানুষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে,বনমন্ত্রী

Animesh Debbarma
Animesh Debbarma

 

আগরতলা, ২২ মে : বৃহস্পতিবার আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস। সারা বিশ্বে এই দিনটি যথাযথভাবে পালিত হচ্ছে। এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী আগরতলার প্রজ্ঞাভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করেছে ত্রিপুরা জীববৈচিত্র্য বোর্ড এবং ত্রিপুরা স্ক্যাটফর্ম প্রকল্প। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবেশ, বিজ্ঞান এবং বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি রক্তদান শিবির ও বৃক্ষরোপণ উৎসবের উদ্বোধন করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বলতে গিয়ে বনমন্ত্রী জানান, প্রকৃতি এবং মানুষের মধ্যে সামঞ্জস্য নষ্ট হয়ে গেলে আমরা বাঁচতে পারব না। আগামী প্রজন্মের কাছে এই পৃথিবীকে বাঁচার মত উপযোগী করে রাখতে অক্সিজেনের যোগানের জন্য আমাদের গাছ লাগানো প্রথম কর্তব্য ।দ্বিতীয়তঃ বন্যপ্রাণী এবং মানুষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে। এর জন্য সচেতনতার প্রয়োজন। জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা জানান, সিপাহীজলা অভয়ারণ্যকে বিশ্বমানের করা হবে। এর জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, সিপাহীজলা অভয়ারণ্যে একটি বাঘিনীর তিনটি বাচ্চার জন্ম দিয়েছে। পর্যাপ্ত পরিবেশ এবং পরিকাঠামো রয়েছে বলেই এটা সম্ভব হয়েছে।

You might also like!