Tripura

7 months ago

Tripura:বিরোধী দলগুলির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গন্ডাছড়ায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিল

BJP Yuva Morcha protest march in Gandachhara alleging conspiracy against opposition parties
BJP Yuva Morcha protest march in Gandachhara alleging conspiracy against opposition parties

 

আগরতলা : বিজেপি নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের লাগাতার উন্নয়নমূলক কাজকর্মের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলির গভীর ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া মহকুমা সদরের পথে নামলো বিজেপি যুব মোর্চা।

 বিজেপির রাইমাভ্যালি মণ্ডল যুব মোর্চার উদ্যোগে মহকুমা সদর ভবন থেকে কর্মী সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে বাজারের স্কুল চৌমুহনিতে এসে শেষ হয়। সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা।

সাধারণ কর্মী সমর্থকদের পাশাপাশি মিছিল এবং পথসভায় উপস্থিত ছিলেন দলের বরিষ্ঠ নেতা বিকাশ চাকমা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, যুব মোর্চার সভাপতি সজল মল্লিক এবং মণ্ডল সভাপতি সমীররঞ্জন ত্রিপুরা।

পথসভায় বিভিন্ন বক্তা বক্তব্য পেশ করেছেন। বক্তারা বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। বর্তমান রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্ম দেখে দিশেহারা হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। বিরোধীদের অপপ্রচারে কেউ যাতে কান না দেন তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন রাখেন বক্তারা।

You might also like!