Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

1 year ago

Acute shortage of petrol-diesel in Tripura:ত্রিপুরায় পেট্রোল–ডিজেলের তীব্র সংকট, পাম্পে দীর্ঘ লাইন, বিশালগড়ে যান চলাচল বিঘ্নিত

Acute shortage of petrol-diesel in Tripura
Acute shortage of petrol-diesel in Tripura

 

বিশালগড় : ত্রিপুরা সরকার পেট্রোল ও ডিজেলে রেশনিং ব্যবস্থা চালু করার ফলে জনজীবন বিপর্যস্ত। দীর্ঘ সময় ধরে শনিবার দুপুরে বন্ধ আগরতলা–সাব্রুম জাতীয় সড়ক।

জানা গেছে, বৃষ্টির ফলে অসমের পাহাড় লাইনের রেল পথ, মেঘালয়ের জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়ে পড়েছে। ফলে রাজ্যে পৌঁছতে পারছে না জ্বালানি তেলের ট্যাংকার। তাই রাজ্যে জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে।

রাজ্য সরকার দুদিন আগে জ্বালানি তেলের ওপর রেশনিং ব্যবস্থা চালু করেছে। রাজ্যের প্রতিটি পেট্রোল পাম্পে দুদিন ধরে ডিজেল–পেট্রোলের তীব্র সংকট দেখা দিয়েছে। ফলে যান চালকদের পেট্রোল পাম্পে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে।

ঠিক একইভাবে আজ  বিশালগড় পেট্রোল পাম্পে বাইক ও গাড়ি চালকদের দীর্ঘ লাইন পড়ে। প্রখর রোদের তাপকে উপেক্ষা করে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে চালকরা জ্বালানি তেল সংগ্রহ করেছেন। যান চালকদের লাইন এতটাই লম্বা ছিল যে পেট্রোল পাম্প ছাড়িয়ে রাস্তা পর্যন্ত চলে এসেছিল। রাস্তায় গাড়ি চালকদের লাইন থাকায় আগরতলা–সাব্রুম জাতীয় সড়কে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে গাড়ি চলাচল।

জ্বালানি তেলের জন্য গাড়ি চালকদের লাইনের ভিড় সামাল দিতে বিশালগড়ের ট্রাফিক পুলিশ কর্মীরাও চেষ্টা চালিয়েছেন। কিন্তু কোনও কিছুতেই এই ভিড় সামাল দিতে পারছিলেন না তাঁরা। যদিও দেখা গেছে, পেট্রোল পাম্পের জ্বালানি তেলের সংকট থাকলেও বাইরে কালোবাজারে জ্বালানি তেলের কোনও সংকট নেই। অথচ চড়া দামে বিক্রি হচ্ছে ডিজেল পেট্রোল।

চালকরা অভিযোগ করেন, পেট্রোল পাম্প থেকে রাতের অন্ধকারে বাঁকা পথে পেট্রোল বিক্রি করা হচ্ছে। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেন।

You might also like!