Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Tripura

1 year ago

আমবাসায় জঙ্গলে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ জনৈক ব্যক্তি

cows (symbolic picture)
cows (symbolic picture)

 

আমবাসা (ত্রিপুরা), ১১ মেঃ জঙ্গলে গরু আনতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা থানার অধীন হাদুকলক বরুড়া পাড়ায়৷ গুলিবিদ্ধ ব্যক্তির নাম লালথানজুয়ালা রিয়াং৷ বয়স আনুমানিক ৫৬ বছর৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ আমবাসা থানার পুলিশ তদন্তে নেমেছে৷ গুলিবিদ্ধ ব্যক্তির পরিবারের এক সদস্য জানিয়েছেন, প্রতিদিনের মতো লালথানজুয়ালা গরু আনতে জঙ্গলের দিকে যান৷ সেখানে গেলে আচমকা গুলিবিদ্ধ হন লালথানজুয়ালা৷ তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে যান৷ সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে তাঁর চিকিৎসা শুরু হয়৷

এদিকে, কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় লালথানজুয়ালা নামের এক রোগীকে নিয়ে আসা হয়েছে৷ পরীক্ষা–নীরিক্ষা করে দেখা গিয়েছে, গুলি কানের পাশ দিয়ে ঢুকেছে। কিন্তু বেরিয়ে যাওয়ার কোন চিহ্ণ নেই৷ প্রাথমিক চিকিৎসার পর আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়েছে তাঁক৷ চিকিৎসক আরও জানিয়েছেন, বিষয়টি আমবাসা থানার পুলিশকে জানানো হয়েছে৷ তবে কী ধরনের আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানো হয়েছে সে সম্পর্কে স্পষ্ট নন তিনি৷ তাছাড়া কারা গুলি চালিয়েছে, সে বিষয়ে চিকিৎসক জানিয়েছেন, যাঁরা লালথানজুয়ালাকে হাসপাতালে নিয়ে এসেছেন তাঁরা সম্ভবত সব বিষয়ে জানেন৷ কিন্তু, কোনও এক অজ্ঞাত কারণে কারোর নাম বলছেন না৷ বিষয়টি পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন চিকিৎসক৷

You might also like!