Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Travel

2 years ago

Kalingpong are two villages - Daragaon and Ramdhura:গরমে পাহাড়ের শান্ত গ্রামে ৩/৪ দিন - মন প্রসন্ন হয়ে যাবে

travel0
travel0

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিন দুই আগে আমরা কালিংপং এর অদূরেই দুটি গ্রাম - দারাগাঁও ও রামধুরা ভ্রমণের কথা বলেছি। আজকে তারই পাশাপাশি আরো দুটো অনন্য গরমের কথা জনাবো। এখনো ততটা ভিড় হয় নি। এক অর্থে অফবিট কালিংপং বলা যেতে পারে।

  ১) সিলারি গাঁও - কালিম্পং-এর ছোট পাহাড়ি গ্রাম সিলারি গাঁও (Sillery Gaon)। এই গ্রামের মুল আকর্ষণ হল কাঞ্চনজঙ্ঘার মনমুগ্ধকর দৃশ্য। হোটেল থেকেই দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘা। জলপাইগুড়ি থেকে গাড়ি নিলে পেডং পেরিয়েই সিলারি গাঁও। এখানকার শান্ত স্নিগ্ধ কোলাহল মুক্ত পরিবেশ , সবুজ গাছ-গাছালী দ্বারা ঘেরা উচু উচু পাহাড় , পাখিদের ডাক আকৃষ্ট করে তুলবে আপনাকে। দেখতে পারবেন ৩০০ বছরের পুরনো বৌদ্ধ মনেস্ট্রি। তাতে বৌদ্ধ তান্ত্রিকদের আঁকা ছবি।

২) ছাওয়াফেলি - চারপাশে চা-বাগানের অপরূপ সবুজ বিস্তার। চা-বাগানের কিছুটা দূর দিয়ে বয়ে যাচ্ছে অপরূপা কুর্তি নদী। তার পিছনে নীল পাহাড়। এ জায়গার নাম হল ছাওয়াফেলি!গাছের ছায়া পড়ে চা-বাগানে, আর মেঘের ছায়া নদীতে। এখানে খুব ভোরে আর বিকেলের দিকে ঝাঁকে ঝাঁকে ময়ূর, ময়ূরী আসে। চা গাছের ঝোপে এদের বাসা। ঘণ্টা দুই থাকলেই অনেক কিছু পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখানে দিনের বেলাতেও হাতির দর্শন পাওয়া যায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে আসতে হলে আপনাকে নিউমাল জংশনে নামতে হবে।

  যাওয়া - এই দুটো গ্রামেই নিউ জলপাইগুড়ি থেকে ভাড়া গাড়িতে স্বচ্ছন্দে আসা যায়। তাছাড়া কালিংপং থেকেও গাড়ি নিয়ে আসতে পারেন। তবে নিউ মাল জংশন থেকে ছাওয়াফেলি আসার সুবিধা বেশি

  থাকা - এ বছর ওই দুই গ্রামে অনেক হোমস্টে হয়েছে। গিয়ে পছন্দ মতো একটাতে উঠে পড়ুন। মন ভোলানো আনন্দ নিয়ে ফিরবেন।




You might also like!