দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেড়াতে কে না ভালোবাসেন? কেউ ভালবাসেন সমুদ্রতো আর একজন পাহাড়। কেউ আবার জঙ্গলে বেড়াতে যেতে ভালোবাসেন। তবে বেড়ানোর সময় মাথায় রাখতেই হয় নিজেদের নিরাপত্তার কথা। সেক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে?
১) জায়গাটি সম্পর্কে ভালোভাবে জ্ঞানঃ
যে জায়গায় বেড়াতে যাচ্ছেন, সেখানে যাওয়ার আগে সেই জায়গাটি সম্পর্কে ভালোভাবে জেনে নিন। সেখানকার রাস্তাঘাট, উল্লেখযোগ্য স্থান, থানা, হাসপাতাল সম্পর্কে জেনে রাখুন। দরকারে কাজে লেগে যেতেই পারে।
২) সঙ্গে রাখুন প্রয়োজনীয় ডকুমেন্টের জেরক্স কপিঃ
ফটোকপি করিয়ে নিন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড-এর মতো অত্যন্ত জরুরি কাগজপত্রগুলির। খুব বেশি প্রয়োজনবোধ না করলে ওরিজিনালগুলি বাড়িতেই রাখুন। কারণ শেষে হারিয়ে গেলে আদতে আপনারই বিপদ।
৩) আপনার ভ্রমণ সংক্রান্ত বিবরণ পরিজনদেরকে জানিয়ে যান
প্রাথমিক কিছু তথ্য যেমন কোথায় যাচ্ছেন, কত দিন থাকছেন, কবে ফিরছেন? এগুলি পরিজনের সাথে ভাগ করে নিন। প্রিয়জনদের জানিয়ে রাখা ভাল, ট্রেন কিংবা বিমান সম্পর্কে বিস্তারিত তথ্য, বেড়াতে গিয়ে কোন হোটেলে থাকছেন।
৪) আপনার হোটেল রুমের নিরাপত্তার দিকটি একবার যাচাই করে নিনঃ
অনলাইনে হোটেল বুক করার সময়ে যতটুকু সম্ভব বিষয়টি নজরে রাখুন। বাকিটা হোটেলে পৌঁছেই যাচাই করতে হবে। সেভ করে রাখুন রিসেপশনের ফোন নম্বরটি।