Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Travel

2 years ago

Golden Beach:পুরীর অদূরেই নতুন 'গোল্ডেন বিচ' - সেজে উঠেছে নতুন সাজে

The new 'Golden Beach' near Puri has been decorated with a new look
The new 'Golden Beach' near Puri has been decorated with a new look

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   প্রবল ভিড় পুরীতে। তাই মন চাইছে পুরী যাবো কিন্তু একটু নিরালায় নৈঃশব্দের মধ্যে। তাহলে ঘুরে আসুন একদম নতুন ভার্জিন অফবিট সমুদ্র সৈকত 'গোল্ডেন বিচ'। আমরা জানি, বাঙালির সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা পুরী। শীত-গ্রীষ্ম-বর্ষা বারোমাসই এখানে বেড়াতে আসেন সকলে। সেকারণে পুরীর সৈকত সবসময় থাকে জনবহুল। অনেকেই এখন হয়তো পুরীতে রয়েছেন। বা পুরীতে যাওয়ার পরিকল্পনা করছেন। এখন তো আবার 'বন্দে ভারত এক্সপ্রেস' হয়ে গিয়েছে। সাত ঘণ্টার মধ্যে পুরী পৌঁছে যাওয়া যাচ্ছে। অনেক সুবিধা। একটু পরিচ্ছন্ন সৈকতে যদি পুরীতে সময় কাটাতে চাল তাহলে চলে আসুন গোল্টেন বিচ বা সৈকতে। পুরীর কাছেই রয়েছে সেই জায়গা। ওডিশা সরকার আলাদা করে সেই সৈকতটির রক্ষণাবক্ষণ করছে। ইতিমধ্যে পরিচ্ছন্নতার জন্য এই সৈকতটি বিশেষ পুরস্কারও পেয়েছে।

 এই গোল্ডেন বিচের সামনে গিয়ে মেরিন ড্রাইভের মতো রাস্তা তৈরি করা হয়েছে। সেখানে সকালে এবং বিকেলে হাঁটতে বেশ লাগবে। সন্ধে হলেই আলো জ্বলে যায়। সূর্যাস্ত এখান থেকে দেখতে অসাধারণ লাগে। এখানে বিকেল কাটালে মন্দ লাগবে না।

যাওয়া - পুরীর স্বর্গদ্বার থেকেই টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এই গোল্ডেন বিচে। যেখানকার সমুদ্র সৈকত একেবারে পরিচ্ছন্ন। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করা হয়েছে। এখানে প্রবেশ মূল্য রয়েছে। ২০ টাকা জন প্রতি টিকিট লাগে। যদি স্নান করতে চান সমুদ্রে তাহলে ৫০ টাকা দিতে হবে চেঞ্জিং রুমের জন্য। আর চেয়ার-ছাতা করে বসার জায়গা রয়েছে। সেখানে ঘণ্টা হিসেবে আলাদা করে টাকা নেওয়া হয়।


You might also like!