দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পাহাড়,ঝরনা, জঙ্গল মিলিয়ে অপরূপ সৌন্দর্য নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে অফবিট গ্রাম 'গীতখোলা'। মেঘ পাহাড় আর ঝর্ণার সাথে জলঢাকা নদীর কম্বিনেশন আপনাদের ভালো লাগতে বাধ্য। এই স্থান বলতে গেলে পশ্চিম ডুয়ার্সের অংশ। সামনেই পাবেন, লাভা, টিফিনদারা ভিউ পয়েন্ট। এই গ্রাম থেকে হিমালয়ের সৌন্দর্য বেশ তারিয়ে তাড়িয়ে উপভোগ করতে পারবেন। সেখানে রাস্তার দুপাশে পাইন, ফার, অর্কিডের সারি দেখতে পাবেন। এখান থেকে আবার সিকিমের বেশ কিছু অংশের ভিউও পাবেন আপনি। ছিমছাম, নির্জন ছবির মতো সুন্দর এই পাহাড়ি গ্রাম গীতখোলা।
আপনি ঘর থেকেই দেখতে পাবেন পাহাড়ি ঝোরা। থাকার জন্যও রয়েছে একাধিক হোমস্টে। সামনেই পাহাড়ি ঝর্নার ওপর কাঠের ব্রিজ দেখতে পাবেন। ঘোরার এবং ছবি তোলার একদম আদর্শ জায়গা এটি। শেরপা ও লেপচাদের এই গ্রাম গরমে একদম পিকচার পারফেক্ট ডেসটিনেশন।এখানে একাধিক হোমস্টে রয়েছে বটে, কিন্তু আসার আগে বুক করে নেওয়াই ভাল হবে। ৫,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত এই গ্রামটি আপনার গরমের ছুটির জন্য একদম পিকচার পারফেক্ট ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। এখানে আবার একটা নয়, একসাথে তিন খানা ঝর্না নেমে এসেছে পাহাড়ের গা বেয়ে। জায়গাটির নামও গীতখোলা থ্রি সিস্টার ওয়াটারফলস।
যাওয়া - এনজেপি থেকে গাড়ি করে পৌঁছে যাবে রঙ্গো। গোটা রাস্তার জার্নিটা কিন্তু স্মৃতির মনিকোঠরে গেঁথে থাকবে। এনজেপি ছাড়া আপনি নিউ মাল জংশনে নেমেও এখানে পৌঁছাতে পারবেন।
থাকা - এখানে গড়ে উঠেছে অজস্র হোমস্টে। আগের থেকে বুক করে আসলে ভালো হয়।