দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এই গরমে আদর্শ ভ্রমণের জায়গা সিকিম। আর তা যদি হয় উত্তর সিকিম,তাহলে কথাই নেই। দার্জিলিংয়ের পথে ছোট্ট পাহাড়ি রাজ্য সিকিম। অদ্ভুত সুন্দর জায়গা এই 'ফুকটে দারা'। ছায়াতাল থেকে যাওয়া যায় এই ফুকটে দারায়। নর্থ সিকিমের অংশ এটি। কিন্তু এখানে যেত হলে আসতে হবে নর্থ সিকিমে। টেন্টে থাকা যায়। কম খরচে যাওয়া যায়। শেয়ার গাড়িতেও বিভিন্ন গাড়িতে যাতায়াত করা যায়। একেবারে সিকিমের স্থানীয় খাবার আর বিশুদ্ধ বাতাস সব মিলিয়ে মন ভাল হয়ে যাবে। আর আছে বসন্তের অনুপম সৌন্দর্য আছে প্রচুর ফুল।
এই সময়কে আদর্শ সময় বলা হয় এই কারণেই যে এই সময় আকাশ থাকে পরিষ্কার। সিঙ্গালিলা রেঞ্জের একাধিক পাহাড় দেখা যাবে এই পথে। ট্রেক বলা হয় কিন্তু ট্রেকে যেমন দুর্গম পথ পেরিয়ে যেতে হয় তেমন নয় একেবারে সোজা রাস্তায় মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায়। অনেকেই অনায়াসে এখানে আসেন সেকারণে ট্রেক করতে। কারণ এটা যাঁরা ট্রেক কখনও করেননি তাঁরাও যেতে পারেন। এটা প্রাথমিক ট্রেক করার আদর্শ জায়গা। ফোকটে দারা অসাধারণ একটি জায়গা। যাত্রা পথের সৌন্দর্য অপূর্ব। মাঝে মাঝেই হল্টের বন্দোবস্ত রয়েছে। গাড়ির রাস্তাও রয়েছে। নেপালের সীমান্ত দিয়ে যাওয়া যায়। নেপাল সীমান্তের পাশ দিয়ে উঠে গিয়েছে সরু রাস্তা।
এখানকার মূল আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা দর্শন। এখন সুন্দর দর্শন অন্যত্র আর সম্ভব নয়। রাতের অন্ধকারে কাঞ্জনজঙ্ঘার দৃশ্য একবার দেখলে কোনও দিন ভুলবেন না এতটাই সুন্দর। একসঙ্গে কাঞ্জন জঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, মাউন্ট মাকালু এবং মাউন্ট লাহোস্টে। ফুকটে দারা ভিউ পয়েন্ট থেকে যেদিকে তাকাবেন সেদিকে কেবল তুষার শুভ্র পাহাড়ের ভিড়। আর রডোডেনড্রনের জন্য বিখ্যাত সিকিম। উত্তর সিকিম জুড়ে রডোডেনড্রন ভিড় করে থাকে। তাই বেরিয়ে পড়ুন এমন অনুপম সৌন্দর্যের সন্ধানে।