Travel

1 year ago

Piali Island is an offbeat new place in South 24 Parganas:ঘরের কাছেই অনন্য সুন্দর 'পিয়ালী দ্বীপ'

Piali Island is an offbeat new place in South 24 Parganas
Piali Island is an offbeat new place in South 24 Parganas

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনায় একাধিক সুন্দর জায়গার সাথে আমরা পরিচিত। তার মধ্যে মৌসুমী দ্বীপ,ফ্রেজার গঞ্জ,বকখালী তো আচগেই কিন্তু এবার আমাদের ডেস্টিনেশন পিয়ালী দ্বীপ। দক্ষিণ ২৪ পরগনার অফবিট নতুন জায়গা। পিয়ালী দ্বীপ কলকাতা থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। বারুইপুর-গোচরণ-ধোসা তার পরেই এই পিয়ালী দ্বীপের অবস্থান।

পিয়ালী দ্বীপে দেখার মতো অনেক জায়গা আছে।যেমন -

১)  সম্পূর্ণ বন জঙ্গলে ঘেরা এই পিয়ালী দ্বীপ। পশ্চিমবঙ্গ সরকার এই স্থানকে পর্যটনের দিক থেকে উন্নত করতে চেয়েছে। পিয়ালী ও মাতলা নদী এই স্থানে এসে এক জায়গায় মিলিত হয়েছে।২/৩ দিন সুন্দর কেটে যাবে আপনার।

২) আপনাকে সম্পূর্ণ এই জায়গা সমুদ্রের উপর দাঁড়িয়ে স্টিমারে করেই দেখতে হবে। মাতলা নদীতে স্টিমার চলাচল করে থাকে। পিয়ালী দ্বীপে শীতকালে কয়েক হাজার পরিযায়ী পাখি আসে। যে কারণে বিভিন্ন দেশের ফটোগ্রাফাররা সেখানে ভিড় জমান। মামলা নদী বর্ষাকালে ভীষণ উতলা। 

৩) সকালে সূর্য ওঠা ও বিকালে সূর্যাস্ত দেখলে আর বাড়ি ফিরতে ইচ্ছা করবে না আপনার। সেখান থেকে সজনেখালি, সুধন্যাখালি এই জায়গা গুলি ঘুরে নিতে পারবেন। অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই স্থান ভ্রমণ করার আদর্শ জায়গা। একবার গিয়ে দেখুন। আপনাকে বার বার যেতে হবে।

যাওয়া - ট্রেনে করে যাওয়ায় সবচেয়ে ভালো। পিয়ালী দ্বীপের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো লক্ষীকান্তপুর স্টেশন। সেখান থেকেই গাড়ি নিয়ে আপনি পিয়ালী দ্বীপের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। কলকাতা থেকে বাসে গেলেও সোজা আপনি চলে যাবেন পিয়ালী দ্বীপের কাছে।

  থাকা - আপনাদের জানিয়ে রাখি পিয়ালী দ্বীপে মানুষ একদিন ছুটি কাটাতে কিংবা পিকনিক করতে যায়। তাই সেখানে কোনো হোটেল গড়ে ওঠেনি। তবে দু একটি ছোট্ট লজ আছে। সমস্ত লজ on line booking হচ্ছে।

You might also like!