Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Travel

1 year ago

Beach 'Balighai':উড়িষ্যার অভূতপূর্ব সমুদ্র সৈকত 'বলিঘাই' - শুধু ঝিনুক আর ঝিনুক

Orissa's phenomenal beach 'Balighai' - just oysters and oysters
Orissa's phenomenal beach 'Balighai' - just oysters and oysters

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবর্ষায় জঙ্গল আরও সবুজ হয়ে ওঠে। আর পাহাড়ে ধস নামার ভয়। তাই তো এই মরশুমে পাহাড় ভ্রমণ অনেকেই এড়িয়ে চলেন। কিন্তু প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের এই মরশুমে ঘরবন্দী করে রাখা সম্ভব নয়। তাই পাহাড়-জঙ্গল এড়িয়ে চলুন সমুদ্রে। বর্ষায় সমুদ্রও রূপ ধারণ করে। ঢেউগুলো সুবিশাল। আর যদি কোনও কোটাল থাকে, তাহলে সেই রূপ দেখার মতো। যদিও সেই সময় সমুদ্রের পাড়ে না থাকাই ভাল। কিন্তু বর্ষায় কোন সমুদ্রতটে যাবেন? সমুদ্র বললেই মাথায় দিঘা, পুরী, মন্দারমণি ঘুরপাক খেলেও এবার উইকএন্ডে ঘুরে আসুনউড়িষ্যার অভূতপূর্ব সমুদ্র সৈকত 'বলিঘাই'।

চলুন আপনাদের আরো একটি সুন্দর বিচ এর সন্ধান দিই। এই সৈকতে অবশ্য ভিড় কম, তাই সহজেই নির্জন সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে পারেন । আজ আপনাদের এই দুর্দান্ত জায়গাটির সম্পর্কে জানাবো যা এর আগে কোনোদিন হয়তো আপনারা দেখেননি। আর সেই জায়গাটাই হল ওড়িশার বালিঘাই সী বীচ। সমুদ্রতটে গিয়ে যদি ঝিনুক খোঁজার ইচ্ছে থাকে, তবে বালিঘাই সাগরতটের চেয়ে ভাল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইতিউতি ছড়িয়ে থাকা অজস্র ঝিনুক কুড়িয়ে সুন্দর সময় কাটবে এখানে। শুধু তাই নয় এই সৈকতের নির্জনতা আপনাকে মুগ্ধ করবে। উড়িষ্যা সরকারের পক্ষ থেকে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। 

  যাওয়া - পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত বালিঘাই। তাই খুব সহজেই হাওড়া থেকে পুরী স্পেশাল যে কোনো ট্রেনে উঠে নেমে পরুন পুরী স্টেশনে। বাঙালির চিরচেনা তীর্থস্থান বা ঘোরার জায়গা যাই বলুন পুরীর মতন ভিড় ও হই-হট্টগোল কিছুই নেই সেখানে। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে চলে যাবেন বালিঘাই। সেখানে গিয়ে দেখতে পাবেন বালির লম্বা এক রাস্তা সেটাই সরাসরি চলে গেছে বিচের দিকে। জনবসতি সেখানে এখনো তেমন ভাবে গড়ে ওঠেনি যার ফলে এখনও কোনো হোটেল ওখানে গড়ে ওঠেনি। তবে ভয় পাওয়া বা চিন্তার কোন কারণ নেই। যেহেতু পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ তাই আপনারা পুরীর হোটেলে থেকেই খুব সহজে যাতায়াত করতে পারেন। পুরী থেকে সকালে বেরিয়ে সমুদ্র স্নান সেরে রাস্তায় লাঞ্চ সেরে স্বচ্ছন্দে দুপুরের মধ্যে ফিরে আসতে পারেন হোটেলে।

You might also like!