Travel

10 months ago

Ram Mandir Aarti: রামমন্দিরের আরতিতে অংশ নিতে অনলাইনে বুকিং মাস্ট! জেনে নিন বুকিং সম্পর্কিত সব তথ্য

Ram Mandir  (File Picture)
Ram Mandir (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে চলতি মাসের ২২ তারিখে। তার পরই মন্দিরের দরজা খুলে যাবে সর্বসাধারণের জন্য। দর্শন থেকে আরতি সবই করতে পারবে আমজনতা। দিনে তিনবার হবে আরতি। তাতে অংশ নিতে হলে আগেই সারতে হবে বুকিং। অফলাইনে নয়, বুকিং হবে অনলাইনে। তাও আবার বিনামূল্যে। জেনে নিন কীভাবে হবে বুকিং?

শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট srjbtkshetra.org-এ লগ ইন করুন।

দিতে হবে মোবাইল নম্বর।

ওটিপি দিয়ে লগইন করুন।

হোম পেজে গিয়ে আরতি সেকশনে ক্লিক করুন।

এবার বেছে নিতে হবে তারিখ ও আরতির ধরন।

ভক্তের নাম, ঠিকানা, ছবি, মোবাইল নম্বরের মতো বিবরণ দিন।

মন্দির দর্শনের দিন পরিচয়পত্র দেখিয়ে কাউন্টার থেকে পাশ সংগ্রহ করতে হবে।

দিনে তিনবার আরতি হবে। সকাল ৬টায় শৃঙ্গার আরতি। দুপুর ১২টায় ভোগ আরতি এবং সন্ধে সাড়ে সাতটায় সন্ধ্যারতি।প্রতি আরতিতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ৩০ জন।অনলাইন বুকিং ছাড়া আরতিতে অংশ নেওয়া যাবে না।১০ বছরের নিচের শিশুদের পাস লাগবে না।যে পরিচয়পত্র দিয়ে অনলাইনে বুকিং করা হবে, সেই পরিচয়পত্র দেখিয়েই পাস তুলতে হবে।সামান্য খরচে হুইল চেয়ার পাওয়া যাবে।আরতির ২৪ ঘণ্টা আগে ইমেল বা এসএমএসের মাধ্যমে মন্দির কর্তৃপক্ষ মনে করাবে।আরতির দিন মন্দিরের ওয়েবসাইটে ঢুকে নিজের উপস্থিতি জানাতে হবে। 

You might also like!