দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম কাল মানেই পাহাড়। আর পাহাড় মানেই তো দার্জিলিং,কালিংপং,কাশিয়াং,সিকিম। কিন্তু ওই সমস্ত জায়গায় ব্যাপক ভিড়। তাই একটু নির্জনে একদম প্রকৃতিতে কোলে আপনাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে কালিম্পংয়ের 'লিংসে'। এটি একটি অফবিট পাহাড়ি গ্রাম। এখানে প্রকৃতি নিজেকে সাজাতে কোনো কার্পণ্য করে নি। সুন্দর ছোট এই পাহাড়ি গ্রামটি (Hill Station) ৪০০০ ফুট উঁচুতে অবস্থিত। অনেকেই এখনো এই গ্রামের সন্ধান পাননি। তাই এই গ্রামে অন্যান্য শৈল শহরগুলির তুলনায় ভিড় অনেকটাই কম। এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনে বড় প্রভাব ফেলবে। সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে গাভীর মতো মেঘ চড়ে বেড়ায় এখানে।
এই লিংসে গ্রামের প্রধান বৈশিষ্ট্য হলো, গ্রামবাসীরা এই গ্রামের পাহাড়ের ধাপে ধাপে এলাচের চাষ করেন। এছাড়াও এই এলাকায় বেশ জনপ্রিয় অর্গানিক চাষ। গ্রামের বিভিন্ন জায়গায় দেখা যায় অর্কিডের বাগান। এই গ্রামের হোটেল থেকে আপনি উপভোগ করতে পারেন অপূর্ব সুন্দর পাহাড়ের দৃশ্য। একদিকে রোদ-কুয়াশার লুকোচুরি খেলা, অন্যদিকে বিভিন্ন প্রজাতির পাখিদের ডাক, এই দুই মিলে আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে লিংসে। চারিদিকের প্রকৃতি আপনাকে বার বার ডাকবে এই গ্রামে। এই গ্রামে সব থেকে বেশি গোর্খালি উপজাতির মানুষদের দেখা যায়। এছাড়াও এই গ্রামে আপনারা লেপচা ও ভুটিয়া জনজাতির মানুষদের দেখতে পাবেন। গ্রামবাসীদের মিষ্টি স্বভাব আপনাকে আরো বেশি করে এই গ্রামের প্রেমে ফেলবে।
যাওয়া - এনজেপি থেকে ৭৩ কিলোমিটার দূরে অবস্থিত কালিম্পং। সিকিমের আরিতার হয়ে আরো ৫৭ কিলোমিটার পথ পাড়ি দিলে আপনারা পৌঁছতে পারবেন লিংসেতে।
থাকা - রাত্রিযাপনের জন্য কিছু হোমস্টে রয়েছে এই গ্রামের আশেপাশে। থাকা-খাওয়া নিয়ে জনপ্রতি প্রতিদিন দু হাজার টাকা খরচ হতে পারে।